Advertisement
০৬ মে ২০২৪

মেসিকে ছাড়াই তৈরি হতে হবে, বলছেন ভেরন

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা এই প্রাক্তন মিডফিল্ডার আরও মনে করেন, কোনও দল যখনই এক জনের উপর নির্ভর করে থাকে, তখন সে ব্যর্থ হতে বাধ্য।

লিয়োনেল মেসির বিরুদ্ধে মুখ খুললেন ভেরন।

লিয়োনেল মেসির বিরুদ্ধে মুখ খুললেন ভেরন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৮ ০৪:১৩
Share: Save:

শুধু মাত্র অনুপ্রাণিত বা উৎসাহিত হওয়ার জন্য আর্জেন্টিনার আর লিয়োনেল মেসির দিকে তাকিয়ে থাকা উচিত নয় বলে মনে করেন সে দেশের প্রাক্তন তারকা খুয়ান সেবাস্টিয়ান ভেরন।

আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা এই প্রাক্তন মিডফিল্ডার আরও মনে করেন, কোনও দল যখনই এক জনের উপর নির্ভর করে থাকে, তখন সে ব্যর্থ হতে বাধ্য। ভেরনের ধারণা, আর্জেন্টিনার ফুটবলকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে সবার আগে দরকার নতুন প্রতিভার সন্ধান করা। এবং তিনি বিশ্বাস করেন, আর্জেন্টিনায় প্রতিভার অভাব নেই।

রাশিয়া বিশ্বকাপ থেকে কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পরিপ্রেক্ষিতেই এ সব বলেছেন ভেরন। তিনি মনে করেন, মেসির উপরও সাংঘাতিক চাপ দেওয়া হয়েছে শেষ কয়েক বছরে। যার ফল ভাল হয়নি। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন অবশ্য এখনও মেসির দিকেই তাকিয়ে আছে। সম্প্রতি সে দেশের ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন যে তাঁরা নতুন ভাবে সব কিছু শুরু করতে চান। এবং সেটার জন্য বার্সেলোনার মহাতারকারই সাহায্য প্রার্থনা করেছেন। সঙ্গে এও বলেছেন যে, মেসি না থাকলে তাঁদের ফেডারেশন ভাল ভাল পৃষ্ঠপোষকদের হারাবে। আর সেটা হলে, নতুন পরিকল্পনা সফল করার মতো যথেষ্ট অর্থ তাঁদের থাকবে না।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন তারকা ভেরন আরও বলেছেন, ‘‘আমাদের এই ভাবনাটাই ভুল। অথচ বলা হচ্ছে নতুন ভাবে সব কিছু শুরু করা হবে। আসলে সবার আগে দরকার একটা ভাল দল তৈরি করা। যারা ভবিষ্যতে আমাদের এগিয়ে নিয়ে যাবে। অবশ্যই মেসি নিজেও উৎসাহী বলে শুনেছি। তা ছাড়া ও সব সময়ই আমাদের সাহায্য করে এসেছে। কিন্তু ওকে অল্প অল্প করে ব্যবহার করাই ভাল। সবার আগে আমাদের ভিতটা তৈরি করতে হবে। বার বার যদি ভাবি যেমন তেমন দল নিয়েও মেসি এসে বাঁচিয়ে দেবে তা হলে মারাত্মক ভুল করা হবে।’’ ভেরন সঙ্গে যোগ করেছেন, ‘‘আমাদের অন্য দেশগুলোকে দেখে শেখা উচিত। ওরা এখনই পরের বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। শুধু তাই নয় নতুনদের খুঁজে এনে এক জায়গায় করছে। আমাদেরও সে ভাবেই এগোতে হবে। নানা ভাবে লিয়োকে খুশি করার চেষ্টা বন্ধ হোক। একটা ভাল দল তৈরি করতে পারলে ওই সব চেয়ে বেশি খুশি হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE