Advertisement
E-Paper

শহরে আসছেন আর্জেন্তিনার প্রাক্তন তারকা ক্রেসপো

নিজের শহরেই যেন ফিরছেন হারনান ক্রেসপো।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৯ ১৯:৫১
ক্রেসপো আসছেন কলকাতায়।

ক্রেসপো আসছেন কলকাতায়।

১৯৯৮, ২০০২ এবং ২০০৬ সালের বিশ্বকাপে নীল-সাদা জার্সি পরে খেলেছিলেন তিনি।

আলবিসেলেস্তের হয়ে ৩৫টি গোল রয়েছে তাঁর। গোল সংখ্যার দিক থেকে তাঁর আগে কেবল রয়েছেন সের্জিও আগুয়েরো, গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং লিওনেল মেসি।

এ হেন হারনান ক্রেসপো আসবেন কলকাতায়। ১৫ ডিসেম্বর টাটা স্টিল কলকাতা ২৫কে দৌড়ের আন্তর্জাতিক ইভেন্ট অ্যাম্বাসাডর হিসেবে এই শহরে আসছেন আর্জেন্তাইন বিশ্বকাপার।

ক্রেসপো বলেছেন, ‘‘এই দৌড়ের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার ফুটবল জীবনে দৌড়ের একটা বিশেষ জায়গা রয়েছে। আমি জানি আর্জেন্তিনা একবার কলকাতায় খেলে গিয়েছে। এবং আমি জানি এই শহরে অনেক মানুষ আর্জেন্তিনাকে সমর্থন এবং ফলো করেন। নিজের ঘরেই যেন যাচ্ছি, এখন থেকে এই অনুভূতি হচ্ছে আমার।’’

Hernan Crespo Argentine World Cupper 25K run
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy