মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ দলে এলেন সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর। বিনু মাঁকড় ট্রফিতে অংশ নেবে মুম্বইয়ের এই দল। প্রথম ম্যাচ গুজরাতের বিরুদ্ধে ছয় অক্টোবর।
জুলাইয়ে শ্রীলঙ্কায় অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে ছিলেন বাঁ-হাতি পেসার অর্জুন। সেখানে দুই টেস্টের সিরিজও খেলেন তিনি। তবে খুব একটা সাফল্য পাননি। চার ইনিংসে বল করে নেন তিন উইকেট। ব্যাটেও ছিলেন সাদামাটা।
এখনই অর্জুনের বয়স ১৯। ফলে ২০২০ সালের জুনিয়র বিশ্বকাপে তাঁর পক্ষে খেলা সম্ভব নয়। সেজন্যই তাঁকে ভারতের অনূর্ধ্ব-১৯ একদিনের দলে রাখা হয়নি। একই কারণে, চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে তিনি জাতীয় দলের সদস্য নন। তবে মুম্বইয়ের অনূর্ধ্ব-১৯ স্কোয়াডে তাঁকে রাখা হয়েছে। অর্জুন যদি ভাল বল করতে পারেন, তবে মুম্বইয়ের সিনিয়র দলের দরজা খুলে যেতেই পারে তাঁর জন্য। আর তাঁর লক্ষ্যও তাই।