Advertisement
২৫ এপ্রিল ২০২৪

আর্মান্দোর প্রস্তাব খারিজ ফেডারেশনে

আইএসএল নিলাম নিয়ে উত্তেজনা আছে। হতাশাও। হতাশা সেই ৭২ ফুটবলারের যাঁদের নিলামে কোনও দলেই জায়গা হয়নি। এই প্লেয়ারদের কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন উঠে গিয়েছে। যার সমাধানে এগিয়ে এলেন পাঁচ বারের আই লিগ জয়ী কোচ আর্মান্দো কোলাসো।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ০৩:৩১
Share: Save:

আইএসএল নিলাম নিয়ে উত্তেজনা আছে। হতাশাও। হতাশা সেই ৭২ ফুটবলারের যাঁদের নিলামে কোনও দলেই জায়গা হয়নি। এই প্লেয়ারদের কোনও ফ্র্যাঞ্চাইজি নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায়নি। এই অবস্থায় তাঁদের ভবিষ্যৎ কী? প্রশ্ন উঠে গিয়েছে। যার সমাধানে এগিয়ে এলেন পাঁচ বারের আই লিগ জয়ী কোচ আর্মান্দো কোলাসো।
ফেডারেশনকে পাঠানো ই-মেলে আর্মান্দোর প্রস্তাব মহমেডান স্পোর্টিং, চার্চিল ব্রাদার্স আর ডেম্পোকে আইলিগের এলিট গ্রুপে তুলে আনা হোক। এই তিন ক্লাবই এখন এলিট গ্রুপের বাইরে। তা ছাড়া আই লিগে খেলার ক্ষেত্রে লাইসেন্স পাওয়ায় সমস্যা রয়েছে মহমেডান আর চার্চিলের। কোলাসোর মতে এই তিন ক্লাবকে তুলে আনলে এই ৭২ জন প্লেয়ার সেখানে খেলার সুযোগ পাবে। তা ছাড়া জাতীয় কোচ স্টিভন কনস্ট্যানটাইনের ১৬ দলে আইলিগ খেলার পরামর্শের কথাও মনে করিয়ে দেন তিনি ই-মেলে। পাশাপাশি লাইসেন্স নিয়ে যে সমস্যা রয়েছে তাঁর জন্য দুই ক্লাবকে দু’তিন বছর সময় দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

ফেডারেশন অবশ্য আর্মান্দোর প্রস্তাবকে গুরুত্ব দিচ্ছে না। ফেডারেশন সচিব কুশল দাস বলে দেন, ‘‘আর্মান্দোর মেল আমরা পেয়েছি। ও রকম প্রচুর ই-মেল আর্মান্দো আমাদের আগেও পাঠিয়েছেন। এই ই-মেলের আমাদের কাছে কোনও গুরুত্ব নেই। তা ছাড়া আর্মান্দো তো কোনও টিমের কোচও নন এখন। ভারতীয় ফুটবলের উন্নতির জন্য আমরা যা করার সঠিক পথেই করছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

armando colaco football ISS i league
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE