Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জোসে-দ্বৈরথের উত্তাপ বাড়িয়ে দিলেন আর্সেন

চিরশত্রু মোরিনহোর দিকে শক্তিশেল ছোড়ার জন্য সঠিক সময় বেছে নিয়েছেন ধুরন্ধর ওয়েঙ্গার। ইপিএলে হাডার্সফিল্ডকে ৫-০ উড়িয়ে দিয়েছে আর্সেনাল।

লক্ষ্যভেদ: গোল করছেন অলিভিয়ের জিহু। ছবি: গেটি ইমেজেস

লক্ষ্যভেদ: গোল করছেন অলিভিয়ের জিহু। ছবি: গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৭ ০৪:১৭
Share: Save:

আর্সেনাল ৫ : হাডার্সফিল্ড ০

আর্সেন ওয়েঙ্গার বনাম জোসে মোরিনহো দ্বৈরথের দামামা বেজে গেল ইংলিশ প্রিমিয়ার লিগে। লিগ টেবলে দু’নম্বরে থাকা ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বসের দিকে কিছুটা কটাক্ষের সুরেই ওয়েঙ্গার বলে দিলেন, শনিবারের মহারণে মোরিনহো রক্ষণাত্মক রণনীতি নেবেন না বলেই তিনি আশা করছেন।

চিরশত্রু মোরিনহোর দিকে শক্তিশেল ছোড়ার জন্য সঠিক সময় বেছে নিয়েছেন ধুরন্ধর ওয়েঙ্গার। ইপিএলে হাডার্সফিল্ডকে ৫-০ উড়িয়ে দিয়েছে আর্সেনাল। অলিভিয়ার জিহু জোড়া গোল করেন। একটি করে গোল করেন আলেকজান্দ্রা লাকাজেতে, আলেক্সিস স্যাঞ্চেজ এবং মেসুত ওজিল। গোলের বন্যা দেখে আর্সেনাল ভক্তদের মনে ফের সেই প্রশ্নটাই হয়তো জেগে উঠল যে, এত প্রতিভা থাকা সত্ত্বেও ওজিলরা ধারাবাহিক ভাবে এরকম ঝড় তুলতে পারেন না কেন?

ম্যাচের শেষে অবশ্য শিরোনামে ইপিএলের দুই চাণক্যের আসন্ন দ্বৈরথ। কোচিং জীবনে অতি-রক্ষণাত্মক রণনীতির জন্য বারবার সমালোচিত হয়েছেন মোরিনহো। তাঁর এই রক্ষণাত্মক ফুটবলের নামকরণও হয়েছে ‘পার্ক দ্য বাস’। অর্থাৎ, গোলের মুখে বাস দাঁড় করানোর মতো তিনি ডিফেন্ডার দাঁড় করিয়ে রাখেন। তাঁর ফুটবলে সৌন্দর্য নেই বলেও অনেকে অভিযোগ করেন। শনিবারের ম্যাচে কি ‘পার্ক দ্য বাস’ আশা করছেন? প্রশ্ন করা হলে ওয়েঙ্গার বলে দেন, ‘‘না, আমি তেমন কিছু আশা করছি না। আমার মনে হয় না ম্যান ইউ শুধুই রক্ষণাত্মক খেলবে। ওরা আমাদের আক্রমণও করবে।’’

আরও পড়ুন: কুম্বলের হয়ে লড়েছিলেন সৌরভ

ওয়েঙ্গার এবং মোরিনহোর মধ্যে সম্পর্ক কখনওই মধুর ছিল না। বিশ্ব ফুটবলের দুই সেরা চাণক্যের মুখোমুখি সাক্ষাৎ মানেই আগুনের ফুল্কি ওড়ার সম্ভাবনা। অতীতে মোরিনহোর রক্ষণাত্মক ফুটবল নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি ওয়েঙ্গার। আবার পাল্টা মোরিনহোও তোপ দেগেছেন, ‘‘আর্সেনাল শেষ কবে ট্রফি জিতেছে মনে করতে পারি না।’’ মোরিনহো নিন্দুকদের খুব একটা পাত্তাও দেন না। রক্ষণাত্মক ফুটবলের প্রসঙ্গে তিনি বলে থাকেন, ‘‘কবিরা ফুটবল নিয়ে বক্তব্য দিচ্ছেন। কিন্তু কবিরা ফুটবলে ট্রফি জেতেন না।’’

ওল্ড ট্র্যাফোর্ডে দায়িত্ব নেওয়ার পর থেকে বড় ছ’টি দলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ জিততে পারেননি মোরিনহো। চেলসি, আর্সেনাল, ম্যাঞ্চেস্টার সিটি, লিভারপুল এবং টটেনহ্যাম— পাঁচ সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে তাদের মাঠে গিয়ে সাতটি ম্যাচে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড পেয়েছে মাত্র তিন পয়েন্ট এবং একটি গোল। গত মরসুমে আর্সেনালের ঘরের মাঠে গিয়ে ওয়েঙ্গারের দলের কাছে ০-২ হারে মোরিনহোর ম্যান ইউ। এই সব ম্যাচগুলোতে রক্ষণাত্মক নকশাতেই খেলেছেন মোরিনহো। সেই কারণেই আশঙ্কা তৈরি হয়েছে সপ্তাহ শেষের ডার্বিতেও কি তিনি একই রণনীতি নিয়ে উপস্থিত হবেন?

ওয়েঙ্গার যদিও বলছেন, তিনি শুধু রক্ষণাত্মক ম্যান ইউ-কে খেলতে চলেছেন বলে ধরে নিচ্ছেন না। ‘‘এই মুহূর্তে ম্যান ইউ বেশ ভাল খেলছে। আমরাও ভাল খেলছি। তাই আমার মনে হচ্ছে, শনিবার ভাল একটা ম্যাচ সবাই দেখতে পাবে,’’ বলছেন তিনি। ব্যক্তিগত দ্বৈরথের চেয়েও বেশি জোর দিচ্ছেন দলগত লড়াইয়ের উপর। বলে দিচ্ছেন, ‘‘ম্যাচটা আর্সেনাল বনাম ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। আমার এখন একমাত্র কাজ হচ্ছে, নিজেদের দলের প্রস্তুতি নিয়ে ভাবা। ফোকাস ঠিক রেখে আমার দলকে জয়ের সুযোগ তৈরি করে দেওয়াই লক্ষ্য।’’

শেষ তিনটি ইপিএল ম্যাচই জিতেছে আর্সেনাল। ঘরের মাঠে টটেনহ্যামের বিরুদ্ধে জেতার পরে বার্নলি-কে শেষ মুহূর্তে হারিয়েছিল আর্সেনাল। আর মঙ্গলবার ভারতীয় সময় গভীর রাতে হাডার্সফিল্ডকে ৫-০ দুরমুশ করাটা ম্যান ইউ ম্যাচের আগে ওয়েঙ্গারের সৈন্যদের মনোবল বাড়িয়ে তুলবে। ঘরের মাঠে দারুণ রেকর্ডও রয়েছে আর্সেনালের। মঙ্গলবার রাতেরটা নিয়ে ঘরের মাঠে টানা ১২টা ম্যাচ জিতল তারা। যদিও বড় জয়ের মধ্যেই সামান্য উদ্বেগ তৈরি হয়েছে ওয়েঙ্গারের জন্য।

গোলদাতা লাকাজেতে এবং স্যাঞ্চেজকে তুলে নিতে হয়েছে চোটের কারণে। ওয়েঙ্গার বলেছেন, হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভোগা স্যাঞ্চেজকে ম্যান ইউ ম্যাচে পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। এর পরেই তাঁর হুঙ্কার, ‘‘আমাদের অনেক আক্রমণাত্মক অস্ত্র রয়েছে। ড্যানি ওয়েলবেক আছে, জিহু আছে, জ্যাক উইলশেয়ার আছে। শনিবার কী করা যায়, আমি ভেবে দেখছি।’’ জোসে মোরিনহো কি শুনছেন?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Olivier Giroud Arsenal Football EPL
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE