Advertisement
২২ মে ২০২৪

শাস্ত্রী এক উদাহরণ, বললেন জেটলি 

এখানেই না থেমে প্রাক্তন ক্রিকেট প্রশাসক বলে চলেন, ‘‘পঁচাশিতে মেলবোর্নে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। সেখানে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স হয়ে আউডি গাড়ি জেতে রবি, যা আজও ভারতীয় ক্রিকেটের রূপকথায় রয়েছে।

প্রশংসা: একটি অনুষ্ঠানে শাস্ত্রী। পেলেন সর্বোচ্চ স্তুতি। ছবি: পিটিআই।

প্রশংসা: একটি অনুষ্ঠানে শাস্ত্রী। পেলেন সর্বোচ্চ স্তুতি। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ০৪:২৯
Share: Save:

ভারতীয় দলের প্রধান কোচ রবি শাস্ত্রী এ বার সর্বোচ্চ প্রশংসা পেয়ে গেলেন অরুণ জেটলির কাছ থেকে। দিল্লিতে একটি অনুষ্ঠানে শাস্ত্রী সম্পর্কে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলে দিলেন, ‘‘রবি শাস্ত্রী একটা উদাহরণ। শুধু ক্রিকেটারদের কাছে নয়, জীবনের সব খাতেই।’’ কেন শাস্ত্রী উদাহরণ? জেটলির ব্যাখ্যা, ‘‘ও শুরু করেছিল বোলার হিসেবে যে, দশ নম্বরে ব্যাট করতে পারে। পরে প্রত্যেকটা জায়গায় ব্যাট করতে করতে ওপেনার হয়। এই অধ্যবসায় এবং জেদ সকলের জন্য শিক্ষনীয় হতে পারে।’’

এখানেই না থেমে প্রাক্তন ক্রিকেট প্রশাসক বলে চলেন, ‘‘পঁচাশিতে মেলবোর্নে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতে ভারত। সেখানে চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স হয়ে আউডি গাড়ি জেতে রবি, যা আজও ভারতীয় ক্রিকেটের রূপকথায় রয়েছে। ক্রিকেট থেকে কখনও অবসর নেয়নি ও। খেলার পরে নানা কমিটিতে থেকে প্রশাসকের কাজ করেছে, কমেন্ট্রি করেছে, এখন ও হেড কোচ।’’ শাস্ত্রী যখন বোর্ডে নানা কমিটিতে যুক্ত ছিলেন, তখনও ক্রিকেট প্রশাসনে সক্রিয় ভাবে যুক্ত ছিলেন জেটলি। এখন যদিও নিজেকে সম্পূর্ণ ভাবেই সরিয়ে রেখেছেন।

মেলবোর্নে বেনসন অ্যান্ড হেজেস বিশ্ব চ্যাম্পিয়নশিপ জয় ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা মুহূর্তগুলির একটি। কপিল দেবের নেতৃত্বে বিশ্বকাপ জয়ের দু’বছর পরে সুনীল গাওস্করের নেতৃত্বে এই জয় পায় ভারত। শাস্ত্রী স্মৃতিচারণ করতে গিয়ে বললেন, ‘‘মেলবোর্নের সেই জয় খুবই মধুর ছিল কারণ পাকিস্তানকে হারিয়ে জিতেছিলাম।’’

দিল্লিতে সুপ্রিম কোর্ট নিযুক্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠক হয়েছে বিরাট কোহালি, মহেন্দ্র সিংহ ধোনিদের। সেই বৈঠকে ছিলেন শাস্ত্রী। তিনি দাবি তুলেছেন, চেতেশ্বর পূজারার মতো ক্রিকেটারকে সর্বোচ্চ গ্রেডে রাখা উচিত বলে। পূজারা ভারতের একদিনের দলে নেই, টি-টোয়েন্টিতেও জায়গা পান না। কিন্তু শাস্ত্রী বলছেন, শুধু টেস্টে খেললেও পূজারা ভারতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার। আর্থিক চুক্তিতে তাঁর সর্বোচ্চ গ্রেডে জায়গা পাওয়া উচিত। ধোনি এবং কোহালির সম্পর্ক নিয়েও উচ্ছ্বসিত শুনিয়েছে প্রধান কোচকে। ‘‘বাইরে অনেক গল্প বেরিয়েছে বিরাট আর ধোনির সম্পর্ক নিয়ে। সব বাজে কথা,’’ বলে শাস্ত্রী যোগ করছেন, ‘‘দু’জনের মধ্যে দারুণ পারস্পরিক শ্রদ্ধা রয়েছে। আর সেটা এই দলকে আরও মজবুত করেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE