Advertisement
২০ মে ২০২৪

জীবনকৃতি অরুণলালকে

জীবনকৃতি পুরস্কারের জন্য এ বার অরুণলালের পাশাপাশি দৌড়ে ছিলেন আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জুলাই ২০১৯ ০৪:৫৮
Share: Save:

সিএবি-র এ বারের জীবনকৃতি সম্মান পাচ্ছেন বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ অরুণলাল। মঙ্গলবার সিএবি-র তরফে এই ঘোষণা করা হয়। ৩ অগস্ট সিএবি-র বার্ষিক পুরস্কার বিতরণ সভায় সম্মানিত করা হবে বাংলার রঞ্জি জয়ী এই প্রাক্তন ক্রিকেটটারকে।

জীবনকৃতি পুরস্কারের জন্য এ বার অরুণলালের পাশাপাশি দৌড়ে ছিলেন আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার। কিন্তু শেষ পর্যন্ত সিএবি তাঁকে বেছে নেওয়ায় আপ্লুত অরুণলাল। তাঁর প্রতিক্রিয়া, ‘‘বাংলার হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম। সেটাই অনেক বড় প্রাপ্তি। তার পরে আমাকে এই সম্মানের জন্য বিবেচিত করায় সিএবিকে ধন্যবাদ।’’ সঙ্গে যোগ করেন, ‘‘ক্রিকেটার হিসেবে যেমন টানা বাংলার সেবা করতে পেরেছি। সে রকম কোচিং জীবনেও বাংলাকে সাফল্য দিতে চাই। তবে সেটা তো আমার নিজের হাতে নেই। সাফল্য পাওয়া না পাওয়া নিয়ন্ত্রণ করতে পারি না। তাই বাংলার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধ্যমতো পরিশ্রম ও চেষ্টা করে যাব। বাংলাকে ফের রঞ্জি ট্রফি জেতাতে পারল সেই কাজটা সম্পূর্ণ হবে।’’

গত মরসুমে শেষ পর্যায়ে এসে বাংলা দলের দায়িত্ব পান অরুণলাল। ভারতের হয়ে ১৬টি টেস্ট ও ১৩টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন তিনি। টেস্ট ক্রিকেটে তাঁর সর্বোচ্চ রান ৯৩। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৬ ম্যাচে তাঁর রান ১০,৪২১ রান। গড় ৪৬.৯৪। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০টি শতরান ও ৪৩টি অর্ধশতরান করেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket CAB Arun Lal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE