Advertisement
১৬ মে ২০২৪
Sports News

একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে অশ্বিন, জাডেজা, শামিকে

টেস্ট সিরিজে এখনও পর্যন্ত জাডেজা ও অশ্বিন ১০৮.২ ও ১০৮.৩ ওভার করে বল করে ফেলেছেন। জাডেজা নিয়েছেন ১৩ উইকেট ও অশ্বিন ১১ উইকেট। যদিও শেষ টেস্টে নির্বাসিত জাডেজা। সেক্ষেত্রে উইকেটের বিচারে জাডেজাকে ছাপিয়ে যেতে পারেন অশ্বিন।

রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি।

রবীন্দ্র জাডেজা। ছবি: এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৭ ২২:১৫
Share: Save:

টেস্ট সিরিজের শেষ ম্যাচ শুরু ১২ অগস্ট থেকে। যেখানে অনেক বেশি চাপ নিয়ে খেলতে হয়েছে দলরে স্পিনারদের। বিশেষ করে বোলিংয়ের সব দায়িত্বটাই ছিল রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজার উপর। তাই তাঁদের দু’জনকেই ওয়ান ডে সিরিজে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। যা খবর এই বিষয়ে একমত নির্বাচকরাও। ২০ অগস্ট থেকে শুরু হচ্ছে ওয়ান ডে সিরিজ। পেসার মহম্মদ শামিকেও বিশ্রাম দেওয়া হতে পারে। নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদ এই মুহূর্তে ক্যান্ডিতে রয়েছেন। আরও এক নির্বাচক দেবাং গাঁধী রয়েছেন দক্ষিণ আফ্রিকায় ভারত ‘এ’ দলের সঙ্গে। প্লেয়ারদের পারফর্মেন্সে নজর রাখতেই নির্বাচকদের ছড়িয়ে দেওয়া হয়েছে। ১৩ অগস্ট ওয়ান ডের জন্য ফাইনাল দল বেছে নিতে কনফারেন্সে কথা বলবেন তিন নির্বাচক। সেখানে থাকবেন আরও এক নির্বাচক স্মরণদীপ সিংহ।

আরও পড়ুন

ভারতীয় ক্রিকেটের সাফল্যের জন্য ১৫ লাখ নির্বাচকদের

১৮ কোটি দর্শক দেখল মহিলা বিশ্বকাপ

টেস্ট সিরিজে এখনও পর্যন্ত জাডেজা ও অশ্বিন ১০৮.২ ও ১০৮.৩ ওভার করে বল করে ফেলেছেন। জাডেজা নিয়েছেন ১৩ উইকেট ও অশ্বিন ১১ উইকেট। যদিও শেষ টেস্টে নির্বাসিত জাডেজা। সেক্ষেত্রে উইকেটের বিচারে জাডেজাকে ছাপিয়ে যেতে পারেন অশ্বিন। সে দিক থেকে দেখতে গেলে অশ্বিন ১৫০ ওভার বল করা হয়ে যেতে পারে। সেখানে দলে জায়গা হতে পারে যুজবেন্দ্র চাহাল, অক্ষর পটেল, ক্রুনাল পাণ্ড্য, যশপ্রীত বুমরাহদের মধ্যে কারও। এর পরও টানা সিরিজ খেলতে হবে ভারতকে। যে কারণে কোনও একজন বা দু’জন প্লেয়ারের উপর বেশি চাপ দিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE