Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কোচ নিয়ে বক্তব্য নেই অশ্বিনের, শপথ এগিয়ে চলার

একটি সংস্থার প্রচারে এসে মুম্বইতে অশ্বিন বলেছেন, ‘‘কোচ বা সহকারী কোচদের নিয়ে কথা বালাটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে বলে আমি মনে করি না।

কোচ  নিয়ে  নীরব অশ্বিন।ছবি: এএফপি।

কোচ নিয়ে নীরব অশ্বিন।ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৭ ১৩:০৮
Share: Save:

কোচ নির্বাচন নিয়ে মুখ খুলতে চান না আর. অশ্বিন। কোচ বদল নিয়ে কথা বলাটা নাকি তাঁ এক্তিয়ারের মধ্যেই পড়ে না।

একটি সংস্থার প্রচারে এসে মুম্বইতে অশ্বিন বলেছেন, ‘‘কোচ বা সহকারী কোচদের নিয়ে কথা বালাটা আমার এক্তিয়ারের মধ্যে পড়ে বলে আমি মনে করি না। আমি কূটনীতিবিদদের মতো মেপে মেপে কথা বলতে চাইছি না। আমার মনে হয়, এটাই সঠিক বিশ্লেষণ। আমার পক্ষে এ নিয়ে মন্তব্য করাটা ঠিক হবে না।’’ তার পরেই অবশ্য তিনি যোগ করেছেন, ‘‘যাই ঘটুক না কেন, বরাবরই ভারতীয় ক্রিকেট এগিয়ে যাবে। ভারত এগিয়ে যাবে। সময়ের সঙ্গে আমরা বুঝতে পারব, সব কিছু কেমন চলছে।’’ তাঁর কথায় বেশ হেঁয়ালিই তৈরি হল, বলা যায়।

তিরিশ বছরের অশ্বিন যদিও মনে করছেন, শ্রীলঙ্কার বিরুদ্ধে এক দিনের সিরিজে জিম্বাবোয়ের জয় ক্রিকেটের জন্য ভাল খবর। ‘‘খেলার আকর্ষণটা তো ওখানেই। যে কেউ যে কাউকে হারাতে পারে। কাল আফগানিস্তানও কাউকে হারিয়ে দিতে পারে। এ রকম হলেই স্বাস্থ্যকর লড়াই তৈরি হবে এবং ক্রিকেটের পক্ষে মঙ্গলজনক হবে,’’ বলে দিচ্ছেন তিনি।

জিম্বাবোয়ের কাছে এক দিনের সিরিজ হারা শ্রীলঙ্কাই তাঁদের পরের প্রতিপক্ষ। বিরাট কোহালির নেতৃত্বে ভারতীয় দল মুরলীধরনের দেশে তিনটি টেস্ট, পাঁচটি একদিনের ম্যাচ এবং একটি টি-টোয়েন্চি খেলবে। ২১ জুলাই থেকে সফর শুরু দু’দিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে। গলে প্রথম টেস্ট শুরু হবে ২৬ জুলাই।

আরও পড়ুন: ইউনিসেফের উদ্যোগে মিতালিদের গল্প সচিনের ফেসবুকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE