Advertisement
০২ অক্টোবর ২০২৩
Cricket

মুস্তাফিজুর না বুমরা, বল হাতে কে করবেন বাজিমাত?

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান রয়েছে মুস্তাফিজের। আর স্লগ ওভারে ঘনঘন ইয়র্কার দেওয়ার ক্ষমতায় ক্রিকেটমহলের নজর কেড়েছেন বুমরা।

কে তফাত গড়ে দেবেন, মুস্তাফিজুর নাকি বুমরা?

কে তফাত গড়ে দেবেন, মুস্তাফিজুর নাকি বুমরা?

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮ ১৪:৫৪
Share: Save:

বাংলাদেশের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান। ভারতের প্রধান অস্ত্র আবার জশপ্রীত বুমরা। এশিয়া কাপ ফাইনালে দুই পেসারের লড়াই ক্রিকেটমহলের কাছে আকর্ষণীয় হতে চলেছে।

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান রয়েছে মুস্তাফিজের। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে তফাত গড়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক মাশরফি মুর্তাজা তাঁকে তখন ‘ম্যাজিশিয়ান’ বলে চিহ্নিত করেছিলেন।

আর, বুধবার কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে ১০ ওভারে ৪৩ রানে নেন চার উইকেট। ২৩ বছর বয়সীর প্রধান অস্ত্র হল কাটার। তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের মধ্যে ধরা হচ্ছে।

আরও পড়ুন: আজ ফাইনালে ভারতের ভরসা টপ অর্ডার, বাংলাদেশের মিডল অর্ডার

আরও পড়ুন: আঙুল ফুলে রয়েছে, ব্যথা কমানোর ওষুধ খেয়ে নামছেন মাশরফি

গ্রাফিক: সৌভিক দেবনাথ

বাংলাদেশের যেমন মুস্তাফিজুর রয়েছেন, ভারতের তেমনই রয়েছেন বুমরা। ডেথ ওভারে নিরন্তর ইয়র্কার দেওয়ার ক্ষমতা রয়েছে তাঁর। এ জন্যই তিনি ভয়ঙ্কর। তিন ম্যাচে নিয়েছেন সাত উইকেট। আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্রাম পাওয়ায় তিনি তরতাজা ভাবেই নামতে পারবেন ফাইনালে। নতুন বলে স্ট্রাইক ও ডেথ ওভারে বিপক্ষকে আটকে রাখার জন্য ভারত অধিনায়ক রোহিত শর্মার সেরা বাজি তিনিই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল , টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE