বাংলাদেশের তুরুপের তাস মুস্তাফিজুর রহমান। ভারতের প্রধান অস্ত্র আবার জশপ্রীত বুমরা। এশিয়া কাপ ফাইনালে দুই পেসারের লড়াই ক্রিকেটমহলের কাছে আকর্ষণীয় হতে চলেছে।
বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে ওঠার নেপথ্যে বড় অবদান রয়েছে মুস্তাফিজের। সুপার ফোরে আফগানিস্তানের বিরুদ্ধে শেষ ওভারে তফাত গড়ে দিয়েছিলেন তিনি। বাংলাদেশ অধিনায়ক মাশরফি মুর্তাজা তাঁকে তখন ‘ম্যাজিশিয়ান’ বলে চিহ্নিত করেছিলেন।
আর, বুধবার কার্যত সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচে ১০ ওভারে ৪৩ রানে নেন চার উইকেট। ২৩ বছর বয়সীর প্রধান অস্ত্র হল কাটার। তাঁকে এই মুহূর্তে বিশ্বের সেরা পেসারদের মধ্যে ধরা হচ্ছে।