Advertisement
E-Paper

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে দিল ভারত

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে দিল ধোনি বাহিনী। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৬৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। নির্ধারিত ওভারে সেই লক্ষ্যে পৌঁছতে ব্যার্থ তাঁরা। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের দাপটে পর পর উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইন আপ।

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:০৫

এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে দিল ধোনি বাহিনী। প্রথমে ব্যাট করে বাংলাদেশের সামনে ১৬৭ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ভারত। নির্ধারিত ওভারে সেই লক্ষ্যে পৌঁছতে ব্যার্থ তাঁরা। টস জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল বাংলাদেশ। বাংলাদেশ বোলারদের দাপটে পর পর উইকেট হারিয়ে শুরুতেই ধাক্কা খায় ভারতের ব্যাটিং লাইন আপ। উল্টোদিকে তখন একক দক্ষতায় ভারতকে টেনে চলেছেন রোহিত শর্মা। ৫৫ বলে ৮৩ রান করে আউট হন রোহিত। জবাবে ব্যাট করতে এসে ভারতীয় বোলারদের দাপটে একই অবস্থা হয় বাংলাদেশ ব্যাটিংয়ের। কিন্তু শেষ পর্যন্ত হাল ধরতে ব্যর্থ সাকিবরা। সাব্বির রহমান একটা চেষ্টা করেছিলেন ঠিকই কিন্তু কাজে লাগল না।ঘরের মাঠে প্রথম ম্যাচে হেরে গেল বাংলাদেশ।

• বাংলাদেশকে ৪৫ রানে হারিয়ে দিল ভারত।

• নির্ধারিত ওভারে বাংলাদেশ ১২১/৭।

• ৪ বলে বাংলাদেশের দরকার ৪৯ রান। হাতে রয়েছে ৩ উইকেট। যা প্রায় অসম্ভব।

• ১৯.২ ওভারে বাংলাদেশ ১১৮/৭।

• জিততে হলে ২০ বলে বাংলাদেশকে করতে হবে ৬৭ রান। হাতে রয়েছে ৩ উইকেট।

• ১৭ ওভারে বাংলাদেশ ১০২/৭।

• আশিস নেহরাকে দলে নেওয়ার সুফল পাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তিন নম্বর উইকেট তুলে নিলেন তিনি।

• সপ্তম উইকেট বাংলাদেশের। এসেই মাত্র এক বল খেলে কোনও রান না করে ফিরলেন অধিনায়ক মাশরাফি মোর্তজা।

• ১০০ রানে পৌঁছল বাংলাদেশ।

• মাত্র ৭ রান করে নেহরার বলে রোহিত শর্মাকে ক্যাচ দিয়ে প্যাভেলিয়নে ফিরলেন মাহমুদুল্লা।

• ষষ্ঠ উইকেট বাংলাদেশের।

• এই মুহূর্তে ক্রিজে রয়েছেন মুশফিকরু রহিম ও মাহমুদুল্লা।

• ১৫ ওভারে বাংলাদেশ ৬৫/৫।

• এখনও পর্যন্ত ব্যাক্তিগত সর্বোচ্চ রান সাব্বিরেরই। ৩২ বলে করলেন ৪৪ রান।

• পঞ্চম উইকেট বাংলাদেশের। পাণ্ডের বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন সাব্বির রহমান।

• ৩৯ বলে বাংলাদেশকে করতে হবে ৮৮ রান। হাতে রয়েছে ৬ উইকেট।

• ৩ রান করে রান আউট হলেন সাকিব আল হাসান।

• চতুর্থ উইকেট বাংলাদেশের।

• ১১ ওভারের শেষে বাংলাদেশ ৬১/৩।

• অশ্বিনের বলে যুবরাজকে ক্যাচ দিয়ে ১৪ রান করে প্যাভেলিয়নে ফিরলেন কায়েস।

• তৃতীয় উইকেট বাংলাদেশের।

• ১৯ রানে ব্যাট করছেন সাব্বির রহমান ও ১০ রানে ইমরুল কায়েস।

• ৮ ওভারের শেষে বাংলাদেশ ৪২/২।

• এই মুহূর্তে ক্রিজে রয়েছেন সাব্বির রহেমান ও ইমরুল কায়েস।

• ৪ ওভারে বাংলাদেশ ১৯/২।

• ১১ রান করে বুমরাহর বলে ধোনিকে ক্যাচ দিয়ে ফিরলেন ওপেনার সৌম্য সরকার।

• ১ রান করে আশিস নেহরার বলে বোল্ড হলেন মোহাম্মদ মিঠুন।

• শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশও।

•বাংলাদেশের ব্যাটিং শুরু।

বাংলাদেশের সামনে ১৬৭ রানের টার্গেট রাখল ভারত। শুরুতেই পর পর উইকেট তুলে নিয়ে ভারতীয় ব্যাটিংকে বড় ধাক্কা দিয়েছিল বাংলাদেশ। আল আমিন হোসেন একাই নিলেন তিন উইকেট। ভারতের হয়ে রোহিত শর্মার ব্যাট থেকে এল ৮৩ রান। বাকিরা কেউই বড় রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটিংকে ভরসা দিতে পারেননি। এবার পরীক্ষার সামনে ভারতের বোলিং। বাংলাদেশের রান আটকাতে লড়াইটা এখন তাঁদেরই।

• ২০ ওভারের শেষে ভারত ১৬৬/৬।

• আল আমিন হোসেন তাঁর একই ওভারে দু’উইকেট তুলে নিলেন।

• ৩১ রান করে আউট হার্দিক পটেল।

• ৮৩ রান করে আউট রোহিত শর্মা।

• ১৯ ওভারে ভারত ১৫৭/৪।

• ৭৯ রানে ব্যাট করছেন রোহিত শর্মা। ১৭ ওভার শেষে ভারতের রান ১৩৬।

• ব্যাট করতে এলেন হার্দিক পাণ্ডে। অন্যদিকে ভারতের ইনিংসের হাল ধরে রেখেছেন রোহিত শর্মা।

• ১৬ ওভারে ভারত ১১৫/৪।

• ১০০ রান ভারতের।

• ভদ্রস্থ রানে পৌঁছতে ভারতের হাতে রয়েছে মাত্র ৫ ওভার।

• ১৫ ওভারে ভারত ৯৭/৪।

• সাকিবের বলে যুবরাজের ক্যাচ নিলেন সৌম্য।

• সাকিব আল হাসানের শিকার হলেন যুবরাজ সিংহ। করলেন মাত্র ১৫ রান।

• চতুর্থ উইকেট গেল ভারতের।

• ১৪.২ ওভারের ৪২ বলে ৫০ রান করলেন রোহিত। এখন ভারতীয় ব্যাটিংয়ের তিনিই ভরসা।

• রোহিত শর্মার হাফ সেঞ্চুরি।

• ১৩ ওভারে ভারত ৮২/৩।

• ৩৫ রানে রোহিত ও ৫ রানে যুবরাজ ব্যাট করছেন।

• ১১ ওভারে ভারত ৬৬/৩।

• ১৮ রানে ব্যাট করছেন রোহিত শর্মা।

• ক্রিজে এলেন যুবরাজ সিংহ।

• ৯ ওভারে ভারত ৪৭/৩।

• ১৩ রান করে মাহমুদুল্লার বলে বোল্ড হলেন রায়না।

• এবার আউট সুরেশ রায়না।

• ১০ রানে ব্যাট করছেন রোহিত শর্মা ও ৫ রানে সুরেশ রায়না।

• ৮ রান করে মোর্তাজার বলে মাহমদুল্লাকে ক্যাচ দিয়ে আউট হলে বিরাট কোহলি।

• আবার আউট। এবার প্যাভেলিয়নে ফিরলেন বিরাট কোহলি।

• ২.৪ ওভারে ভারত ১৪/১।

• রোহিত ৫ ও বিরাট ৬ রানে ব্যাট করছেন।

• তিন নম্বরে ব্যাট করতে এলেন বিরাট কোহলি।

• ১.৩ ওভারে ভারত ৪/১।

• মাত্র ২ রান করে আল আমিন হোসেনের বলে বোল্ড হয়ে প্যাভেলিয়নে ফিরলেন ভারতের এই এপেনার।

• শুরুতেই আউট শিখর ধবন।

• ব্যাট করতে ক্রিটে হাজির রোহিত শর্মা ও শিখর ধবন।

• খেলা শুরু।

টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিল বাংলাদেশ। বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ দিয়ে শুরু হয়ে গেল এশিয়া কাপ। প্রথম ম্যাচ সব সময়ই কঠিন। তার উপর যখন প্রতিপক্ষ হোম টিম বাংলাদেশ। অতীতে এই বাংলাদেশের বিরুদ্ধেই সমস্যার সম্মুখিন হতে হয়েছে। বিশেষ করে ভারতীয় ব্যাটসম্যানদের ভাবাচ্ছে বাংলাদেশের বোলার মুস্তাফিজুর। যাঁকে নিয়ে ম্যাচের আগের দিনই অনেক কথা বলে গিয়েছিলেন বিরাট কোহলি। সেই মুস্তাফিজুরের উপর নির্ভর করেই বাজিমাত করতে চাইছে টিম বাংলাদেশ। ভারতের ভরসা অবশ্য পর পর দুটো টি২০ সিরিজ জিতে আসা। আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পুরো দল। এমন অবস্থায় হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় দু’দেশের ক্রিকেটপ্রেমীরা।

ভারতীয় দল: রোহিত শর্মা, শিখর ধবন, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পাণ্ডে, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, আশিস নেহেরা, জসপ্রিত বুমরাহ।

বাংলাদেশ দল: কায়েস, সৌম্য সরকার, এস রহমান, মাহমদুল্লাহ, এস আল হাসান, এম রহিম, এম মোর্তজা, এম মিঠুন, এ হোসেন, মুস্তাফিজুর, টি আহমেদ।

india bangladesh cricket asiacup
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy