Advertisement
E-Paper

চিনে দাপট ভারতের, এশিয়ান গেমসের উদ্বোধনই হল না, তার আগেই এল বড় জয়

এশিয়ান গেমসে একের পর এক খেলায় দাপট দেখাচ্ছেন ভারতীয় খেলোয়াড়েরা। গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই একাধিক বড় জয় ছিনিয়ে নিয়েছেন তারা।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৩ ১২:৪২
picture of Indian contigent

—প্রতীকী চিত্র।

এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধনের দিন সকালেই বড় জয় দিয়ে শুরু করল ভারত। প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিয়ে টেবিল টেনিসের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ভারতের মহিলা দল। শেষ আটে উঠেছে পুরুষদের দলও। দুই দলই গ্রুপের সব টাইয়ে জয় পেয়েছে।

শনিবার সুতীর্থা মুখোপাধ্যায়, ঐহিকা মুখোপাধ্যায় এবং দিয়া পরাগ চিতালে তিন জনেই নিজেদের ম্যাচ জিতেছেন নেপালের বিরুদ্ধে। প্রথম ম্যাচে দিয়া নেপালের সিক্কা শ্রেষ্ঠাকে ১১-১, ১১-৬, ১১-৮ ব্যবধানে হারিয়েছেন। দ্বিতীয় ম্যাচে ঐহিকা ১১-৩, ১১-৭, ১১-২ ফলে হারিয়েছেন নবিতা শ্রেষ্ঠাকে। তৃতীয় ম্যাচে সুতীর্থা ১১-১, ১১-৫, ১১-২ গেমে হারিয়েছেন ইভানা থাপাকে। তিনটি সিঙ্গলসেই ভারত জিতে যাওয়ায় ডাবলস খেলার আর দরকার হয়নি। গ্রুপের প্রথম টাইয়ে সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল।

ভারতের পুরুষদের দলও গ্রুপের তিনটি টাইয়ে সহজ জয় পেয়েছে। শরৎ কমল, সাথিয়ান জ্ঞানাসেকরণেরা ইয়েমেনকে ৩-০, সিঙ্গাপুরকে ৩-১ এবং তাজিকিস্তানকে ৩-০ ব্যবধানে হারিয়ে শেষ আটে পৌঁছেছে।

এশিয়ান গেমসে এখনও পর্যন্ত ভারতের ক্রিকেট, ফুটবল, ভলিবল এবং টেবিল টেনিস খেলোয়াড়েরা অভিযান শুরু করেছে। সব খেলাতেই প্রত্যাশিত ফলাফল করছেন ভারতীয়রা। এ বারের এশিয়ান গেমসে ভারতের মোট ৬৫৫ জন ক্রীড়াবিদ অংশগ্রহণ করছেন। ৩৫টি খেলায় অংশ নিচ্ছেন ভারতীয়েরা।

Asian Games 2023 Table Tennis India
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy