Advertisement
০৭ মে ২০২৪

সরে যেতে পারেন লাল-হলুদ সহকারী

আই লিগে পর পর দুই ম্যাচে হার। শেষ জয় এক মাস আগে লাজং এফসি-র বিরুদ্ধে। এগারো দলের আই লিগে চার ম্যাচের পরে ছয় পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইস্টবেঙ্গল।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮ ০৩:২৯
Share: Save:

আই লিগে পর পর দুই ম্যাচে হার। শেষ জয় এক মাস আগে লাজং এফসি-র বিরুদ্ধে। এগারো দলের আই লিগে চার ম্যাচের পরে ছয় পয়েন্ট নিয়ে সাত নম্বরে ইস্টবেঙ্গল।

মঙ্গলবার ঘরের মাঠে ইস্টবেঙ্গল নামছে মিনার্ভার বিরুদ্ধে। কিন্তু তার আগেই লাল-হলুদ শিবিরে ডামাডোল। জানা গিয়েছে, কোচের বিরাগভাজন হয়ে ক্লাব ছাড়ার পথে সহকারী কোচ রঞ্জন চৌধুরী।

যদিও ক্লাব বা রঞ্জন কেউ এ ব্যাপারে স্পষ্ট করে এখনও কিছু বলেননি। তবে সূত্রের খবর, পরিস্থিতি সহকারী কোচ বিদায়েরই ইঙ্গিত দিচ্ছে। চলতি সপ্তাহ থেকেই অনুশীলনে গরহাজির ছিলেন লাল-হলুদ শিবিরের এই সহকারী কোচ। কারণ জানতে চাওয়া হলে ক্লাবের তরফে বিনিয়োগকারী সংস্থার সিইও সঞ্জিত সেন বলেন, ‘‘পারিবারিক কারণে ছুটি নিয়েছেন রঞ্জন।’’

কিন্তু বিশ্বস্ত সূত্রের খবর, ইস্টবেঙ্গলের বর্তমান কোচ আলেসান্দ্রোর বিরাগভাজন হয়েছেন রঞ্জন। লাল-হলুদ শিবিরের বর্তমান কোচ দলে নাকি কারও পরামর্শ পছন্দ করেন না। রঞ্জন নাকি তাঁকে দল সংক্রান্ত বেশ কিছু ভাল পরামর্শ দিতে গিয়েই কোচের চক্ষুশূল হন। এর পরেই রঞ্জনকে জুনিয়র দলে পাঠিয়ে দিতে বলেন আলেসান্দ্রো। কোচের এই আচরণে অসম্মানিত হয়েই নাকি অনুশীলনে যাওয়া বন্ধ করেছেন সহকারী কোচ। তাঁর সঙ্গে এ দিন ফোনে যোগাযোগ করা হলে রঞ্জন বলেন, ‘‘এখনও আলোচনা চলছে। সময় মতো এ ব্যাপারে বিস্তারিত বলব।’’

এ দিকে, আমনাকে নিয়ে এ দিনও কোনও সিদ্ধান্ত হয়নি ইস্টবেঙ্গলে। মিনার্ভা ম্যাচের পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন সিইও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE