কথায় আছে, যেমন কর্ম তেমন ফল। শনিদেব ন্যায়ের দেবতা। তাই তিনি কর্ম অনুসারে ফল প্রদান করেন। শনিদেবের রোষে সব ছারখার হয়ে যায় এই কথাটা ভুল। কারণ, যদি সৎ পথে থেকে সৎ কাজ করা হয় অথবা ন্যায়ের পথে থাকা যায়, তা হলে শনিদেব অবশ্যই ভাল ফল দেন। শনির অশুভ দশার মধ্যে অন্যতম হল সাড়েসাতি এবং আর একটি হল ঢাইয়া। জন্মছকে শনি চতুর্থ বা অষ্টম ঘরে থাকলে শনির ঢাইয়া চলে। ঢাইয়া এক বার শুরু হলে আড়াই বছর ধরে তার ফল ভোগ করতে হয়। শনির সাড়েসাতি যে রাশিতে চলে সেই রাশির জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়, কিন্তু ঢাইয়া অতটা ভয়াবহ হয় না। তবে যে রাশিতে ঢাইয়া চলে, সেই রাশির জীবনে কিছুটা হলেও সমস্যা আসে। উক্ত রাশির জাতক-জাতিকাদের নানা বাধার মুখে পড়তে হয়।
আরও পড়ুন:
২০২৬ সালে কোন কোন রাশির উপর ঢাইয়ার প্রভাব থাকবে?
সিংহ: সিংহ রাশির উপর শনিদেবের ঢাইয়ার প্রভাব থাকবে। এর ফলে কর্মক্ষেত্রে খুবই চাপ হতে পারে। যে কোনও কাজের ক্ষেত্রে অলসতা কাজ করবে। আয় বৃদ্ধি পেলেও খরচ কমবে না। এর ফলে মনের মতো সঞ্চয় করতে পারবেন না। দাম্পত্যজীবনে সুখ-শান্তি ভঙ্গ হবে। পরিবারের মধ্যেও কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। যদি পদোন্নতির যোগ থাকে, তা-ও ভেস্তে যেতে পারে।
ধনু: ধনু রাশির ব্যক্তিদের উপরেও ঢাইয়ার প্রভাব থাকবে। এর ফলে চাকরি নিয়ে সমস্যা আসতে পারে, চাকরি বদলে ফেলার সিদ্ধান্ত এই সময় না নেওয়াই ভাল হবে। বিপদে কাউকে পাশে পাবেন না, এমনকি পরিবারের মানুষজনকেও নয়। টাকাপয়সা সংক্রান্ত সমস্যা আসতে পারে। প্রেমিকার সঙ্গে খুব বুঝে চলতে হবে। কোমর বা পা ব্যথার সমস্যা আসতে পারে।
আরও পড়ুন:
প্রতিকার:
১) শনিবার করে শনিদেবের পুজো করুন।
২) শনিমন্দিরে সর্ষের তেল বা তিলের তেলের প্রদীপ জ্বালুন।
৩) দুপুরে এবং রাতে খাবার খাওয়ার পর পা ধুয়ে ঘুমোতে যান।
৪) লোহার যে কোনও জিনিস দান করুন।