Advertisement
E-Paper

ভারতের সফলতম টেস্ট বোলারের তালিকায় অশ্বিন পাঁচে

পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টের সেরা বোলারের খাতায় নাম লিখিয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে উঠে এলেন পাঁচ নম্বরে। ছাপিয়ে গেলেন বিষেন সিংহ বেদিকে। চা বিরতির ঠিক আগে ম্যাথু ওয়েডের উইকেটের সঙ্গেই এই তালিকায় জায়গা করে নিলেন অশ্বিন।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ১৮:৩৯
রবিচন্দ্রন অশ্বিন। ছবি: রয়টার্স।

রবিচন্দ্রন অশ্বিন। ছবি: রয়টার্স।

দ্রুততম ২৫টি পাঁচ উইকেট। রেকর্ডের পর রেকর্ড করেই চলেছেন তিনি। সঙ্গে ভারতের সেরা টেস্ট বোলারের তালিকায়ও ঢুকে পড়লেন।

পঞ্চম ভারতীয় হিসেবে টেস্টের সেরা বোলারের খাতায় নাম লিখিয়ে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট নিয়ে উঠে এলেন পাঁচ নম্বরে। ছাপিয়ে গেলেন বিষেন সিংহ বেদিকে। চা বিরতির ঠিক আগে ম্যাথু ওয়েডের উইকেটের সঙ্গেই এই তালিকায় জায়গা করে নিলেন অশ্বিন। তখন ২৬৬ উইকেট নিয়ে একই জায়গায় ছিলেন। এর পর তাতে যুক্ত হল আরও তিন। তাঁর শিকারের তালিকায় নাম লিখিয়ে ফেললেন ডেভিড ওয়ার্নার, হ্যান্ডসকম্ব, মার্শ, ওয়েড, স্টার্ক ও লিয়ঁ।

আরও খবর: অশ্বিনের ঘূর্ণিতে উড়ে গেল অস্ট্রেলিয়া, সিরিজ ১-১

বেঙ্গালুরুতে অশ্বিন শুরু করেছিল ২৬১ উইকেট নিয়ে। অসাধারণ ২০১৬ মরসুমের সাফল্য বার বারই রেকর্ডে তুলে এনেছে তাঁর নাম। একাধিক ব্যাক্তিগত রেকর্ডের সঙ্গে টেস্ট ক্রিকেট র‌্যাঙ্কিংয়ের বোলিংয়ের শীর্ষে রয়েছেন তিনি। ২০১৭তে ১৩টি উইকেট নিয়ে দ্বিতীয় টেস্টে খেলতে নেমেছিলেন অশ্বিন। বাংলাদেশের বিরুদ্ধে ছ’টি উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পুণে টেস্টে সাতটি। তার সঙ্গে যোগ হল আরও আট। অশ্বিনের আগে তালিকায় রয়েছেন জাহির খান। তাঁর দখলে রয়েছে ৩১১টি উইকেট। জাহিরের আগে ৪১৭ উইকেট নিয়ে হরভজন সিংব।৪৩৪ উইকেট নিয়ে কপিল দেব দ্বিতীয় স্থানে। ৬১৯ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন বর্তমান ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ অনিল কুম্বলে। এটি অশ্বিনের ৪৭তম টেস্ট ম্যাচ। ঘরের মাঠে তাঁর উইকেটের সংখ্যা এখনও পর্যন্ত ২০২।

Ravichandran Ashwin Anil Kumble Kapil Dev
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy