Advertisement
২৭ এপ্রিল ২০২৪

পরীক্ষার মধ্যে হিমা চালাচ্ছেন অনুশীলনও

অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল থেকে এবার পরীক্ষায় বসেছেন জুনিয়র বিশ্ব মিটে ৪০০ মিটারে চ্যাম্পিয়ন হিমা। নিজেকে পরিশীলিত করে তুলতে খেলাধুলোর সঙ্গে পড়াশোনাও অত্যন্ত প্রয়োজনীয়, তা উপলব্ধি করেছেন নগাঁও জেলার কান্দুলিমারি গ্রামের সোনার মেয়ে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৩:৫৩
Share: Save:

এই মুহূর্তে ট্র্যাক থেকে তিনি অনেক দূরে। ঢুকে পড়েছেন পড়াশোনার জগতে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যস্ত ভারতের নবীন মহিলা অ্যাথলিট হিমা দাস।

অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিল থেকে এবার পরীক্ষায় বসেছেন জুনিয়র বিশ্ব মিটে ৪০০ মিটারে চ্যাম্পিয়ন হিমা। নিজেকে পরিশীলিত করে তুলতে খেলাধুলোর সঙ্গে পড়াশোনাও অত্যন্ত প্রয়োজনীয়, তা উপলব্ধি করেছেন নগাঁও জেলার কান্দুলিমারি গ্রামের সোনার মেয়ে। বৃহস্পতিবার সংবাদসংস্থাকে হিমা বলেছেন, ‘‘২০১৯ সালে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা রয়েছে। তার জন্য নিয়মিত অনুশীলন করছি। তারই সঙ্গে পড়াশোনাও চালিয়ে যাচ্ছি। পরীক্ষা দিচ্ছি। সেটা নিয়েই আমি এখন ব্যস্ত রয়েছি।’’

গত ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যা চলবে মার্চ মাসের মাঝামাঝি পর্যন্ত। কিন্তু প্রত্যন্ত কান্দুলিমারি গ্রাম থেকে পরীক্ষাকেন্দ্রে যাওয়া বেশ কঠিন। তাই নিজের বাড়ি ছেড়ে সাই-এর হস্টেলে রয়েছেন তিনি। যেখান থেকে পরীক্ষাকেন্দ্র কিছুটা হলেও কাছে। হিমা বলেছেন, ‘‘এমন ভাবে একটা সূচি তৈরি করেছি যাতে পড়াশোনার পর হাতে কিছুটা সময় থাকে। সেই সময়ে অনুশীলন সেরে নিচ্ছি।’’

আগামী শনিবার ফের হিমার পরীক্ষা। সেই পরীক্ষার পরে হিমা আবার নিজের বাড়িতে ফিরে আসবেন। হিমার ভাগ্নে বিজন দাস সংবাদসংস্থাকে জানিয়েছেন, পরীক্ষা দিতে যাতে কোনও অসুবিধা না হয়, সে জন্য হিমা নিজের গ্রামের বাড়িতে থাকছেন না। বিজন বলেছেন, ‘‘দু’টি পরীক্ষার মধ্যে সময় থাকলে হিমা বাড়িতে এসে মা-বাবার সঙ্গে দেখা করে যাচ্ছে। এর আগে গত ১১ ফেব্রুয়ারি ও বাড়িতে এসেছিল। পরে আবার হস্টেলে ফিরে গিয়েছে।’’ বিজন আরও বলেছেন, ‘‘হিমা নিজেও এ ভাবে পড়াশোনার সঙ্গে অনুশীলনের ব্যাপারটা দারুণ উপভোগ করছে। ওর মা-বাবারও তা নিয়ে কোনও আপত্তি নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Athletics Hima Das Training
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE