ইয়ান হিউমকে এ বার রাখছে না আতলেতিকো দে কলকাতা।
ইন্ডিয়ান সুপার লিগের সর্বোচ্চ গোলদাতাকে না রাখার পিছনে কারণ অবশ্যই তাঁর বয়স। তিন মরসুম-ই আইএসএলে খেলেছেন হিউম। গোল করেছেন তেইশটি। গত দু’বছরে তিনিই ছিলেন এটিকে-র সেরা স্ট্রাইকার। গত বছর হোসে মলিনার টিমকে চ্যাম্পিয়ন করার পিছনে হিউমের বিশাল অবদান ছিল। এটিকে কর্তারা দেখছেন, ম্যাচের শেষ দিকে হিউম সেভাবে খেলতে পারছেন না। বছর তেত্রিশের হিউম এখন খেলছেন স্পেনের নীচের ডিভিশনের একটি ক্লাব এক্সিমাদুরাতে।
হিউমের মতোই বয়সের জন্যই টটেনহ্যামের সর্বকালের অন্যাতম সেরা স্ট্রাইকার রবি কিনকে নেওয়ার ভাবনা বাতিল করে দিয়েছে এটিকে। নতুন কোচ টেডি শেরিংহ্যাম তাঁর বন্ধু কিনকে কলকাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে ব্রিটিশ মিডিয়ায় খবর বেরিয়েছে। শোনা যাচ্ছে, এটিকে ম্যানেজমেন্ট বেশি বয়সের ফুটবলার নিতে রাজি নয়।