২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে এ বারের আইএসএল। তার ৮ দিন আগে এটিকে-মোহনবাগানের হোম জার্সি উন্মোচিত হল।মেগা টুর্নামেন্টে রয় কৃষ্ণাদের ঐতিহাসিক সবুজ-মেরুন জার্সি পরে খেলতে দেখা যাবে।
এটিকে-মোহনবাগানের সোশ্যাল মিডিয়ার পেজে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেওয়া হয়েছে জার্সির ছবি। গত বার আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে। দুই লিগের দুই চ্যাম্পিয়ন দলের প্রতি সম্মান দেখিয়ে জার্সির লোগের নিচে লেখা রয়েছে 'চ্যাম্পিয়ন্স'।
আরও পড়ুন: আইপিএল জেতার জন্য রোহিতকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল করল লা লিগা
এর আগে এটিকে-মোহনবাগানের অনুশীলনের জার্সিতে তিনটি স্টার ছিল। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এখন সব বিতর্কের অবসান। এ বারের আইএসএল ১১ দলের। গোয়ায় শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। আইএসএলের জন্য ২৭ জন ফুটবলারকে ইতিমধ্যেই বেছে নিয়েছেন এটিকে-মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেস হাবাস।
Paying homage to the iconic Green and Maroon colours, we present to you the #ATKMohunBagan Primary Jersey for the 2020-21 season! 💚❤️#JoyMohunBagan #Mariners #IndianFootball pic.twitter.com/H8fHBvsokc
— ATK Mohun Bagan FC (@atkmohunbaganfc) November 12, 2020