Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

১৭ অক্টোবর ২০২১ ই-পেপার

ATK Mohun Bagan: এএফসি কাপে খেলেনি মোহনবাগান, সনিদের কীর্তি মুছে বেফাঁস কর্তা উৎসব, ক্ষমা চাইল ক্লাব

নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০২ সেপ্টেম্বর ২০২১ ২৩:৫১
২০১৬ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বেও সুযোগ পেয়েছিল বলবন্ত সিংহ, সনি নর্দের দল

২০১৬ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বেও সুযোগ পেয়েছিল বলবন্ত সিংহ, সনি নর্দের দল
ফাইল চিত্র।

এএফসি কাপে আগে খেলতে পারেনি মোহনবাগান। বৃহস্পতিবার এক ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে বসলেন উৎসব পারেখ। ফলে সমালোচনার মুখে পড়তে হল এটিকে মোহনবাগান কর্তাকে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, নেটমাধ্যমে এটিকে মোহনবাগানকে ক্ষমা চাইতে হল।

তথ্য বলছে এর আগেও বহুবার এএফসি কাপে খেলেছে মোহনবাগান। ২০১৬ সালে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্বেও সুযোগ পেয়েছিল বলবন্ত সিংহ, সনি নর্দের দল। সে সমস্ত গর্বের ইতিহাস ভুলে গেলেন এটিকে মোহনবাগান কর্তা। সাক্ষাৎকারে উৎসব বলেন, "মোহনবাগান একার গায়ের জোরে তো আজ পর্যন্ত এএফসি কাপে খেলল না। কারণ তারা সুযোগ পায়নি। আমরাই মোহনবাগানের নামকে আরও উঁচুতে নিয়ে যাচ্ছি।"

এটিকের সঙ্গে মোহনবাগান যুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ সবুজ-মেরুন সমর্থকরা। মাঝে মাঝেই ওঠে 'রিমুভ এটিকে' দাবি। নেটমাধ্যমে ওঠে নিন্দার ঝড়।

Advertisement

ক্ষুব্ধ মোহনবাগান কর্তারাও। নেটমাধ্যমে বিবৃতি দিয়ে উৎসবের বক্তব্যের প্রতি উস্মা প্রকাশ করেন সচিব সৃঞ্জয় বসু ও কর্তা দেবাশিস দত্ত।

চাপে পড়ে ক্ষমা চাইতে বাধ্য হয় এটিকে মোহনবাগানও। নেটমাধ্যমে বিবৃতি দিয়ে তারা জানিয়ে দেয়, ‘উৎসবের এই কথার জন্য তারা ক্ষমাপ্রার্থী। মোহনবাগানের দীর্ঘদিনের ইতিহাসকে তারা সম্মান করে। ভবিষ্যতেও করবে।’

আরও পড়ুন

Advertisement