সাত নম্বরই পরবেন রোনাল্ডো? —ফাইল চিত্র
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সই করানোর আগেই এডিনসন কাভানিকে সাত নম্বর জার্সি দিয়ে দিয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী কোনও ফুটবলারকে জার্সি নম্বর দিয়ে নথিভুক্ত করলে গোটা মরসুম সেই নম্বরের জার্সি পরেই খেলতে হবে।
রোনাল্ডোর জন্য সাত নম্বর জার্সি ছাড়তে রাজি কাভানি। ইপিএল-এর নিয়ম অনুযায়ী সেটা সম্ভব নয়। তবে ইপিএল কমিটির কাছে আবেদন করেছে ম্যাঞ্চেস্টার। রোনাল্ডোর জন্য সেই নিয়মে কোনও বদল আনবে ইপিএল? ব্যতিক্রম কি ঘটতে পারে পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ীর ক্ষেত্রে?
নেটমাধ্যমে অন্য একটি তথ্যও উঠে আসছে। দল বদলের শেষ দিনে ম্যাঞ্চেস্টার ছেড়ে দিয়েছে ড্যানিয়েল জেমসকে। ম্যাঞ্চেস্টার দলে ২১ নম্বর জার্সি পরতেন তিনি। উরুগুয়ের হয়ে এই নম্বরের জার্সি পরেন কাভানি। নেটাগরিকদের মতে রোনাল্ডোকে সাত নম্বর জার্সি দেওয়ার জন্যই জেমসকে ছেড়ে দিল ম্যাঞ্চেস্টার। লেফট উইঙ্গার জেমস যদিও ছাড়তে চাইছিলেন, কারণ রোনাল্ডো আসায় প্রথম দলে যে তাঁর জায়গা হবে না তা বুঝে গিয়েছিলেন তিনি।
নেটাগরিকদের মতে কাভানিকে ২১ নম্বর জার্সি দিয়ে ৭ নম্বর জার্সি পরবেন রোনাল্ডো। তবে ইপিএল কমিটি এই নিয়ম মানবে কি না তা এখনও পরিষ্কার নয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy