Advertisement
০৪ অক্টোবর ২০২৩
ISL

ডেভিড উইলিয়ামসের শেষ মুহূর্তের গোলে জয় পেল এটিকে মোহনবাগান

সুপার সাব ডেভিড উইলিয়ামসের গোলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। ম্যাচের একেবারে শেষলগ্নে গোল পান তিনি।

জ্বলে উঠলেন ডেভিড উইলিয়ামস।

জ্বলে উঠলেন ডেভিড উইলিয়ামস। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২১ ১৯:৪৩
Share: Save:

সুপার সাব ডেভিড উইলিয়ামসের গোলে জয়ে ফিরল এটিকে মোহনবাগান। ম্যাচের একেবারে শেষলগ্নে গোল পান তিনি। জাভির কর্নার থেকে ফ্লিক হেডে গোল করে যান উইলিয়ামস। প্রথম থেকেই দুদলই আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারছিল না কোনও দলই। ডেভিড উইলিয়ামস, জয়েস রানে ও কোমল থাটালকে নামিয়ে মাস্টার স্ট্রোক দেন আন্তনিও লোপেজ হাবাস। ১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই থাকল এটিকে মোহনবাগান। ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। ছ নম্বরে চেন্নাইয়ন এফসি ১৩ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে।

৯০+১ মিনিট| গোওওওওল। জাভির কর্নার থেকে হেডে গোল সুপার সাব ডেভিড উইলিয়ামসের।

৭৪ মিনিট| আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে এটিকে মোহনবাগান। জাভির ফ্রিকিক ঝাঁপিয়ে বাঁচান বিশাল

৬৩ মিনিট| পরিবর্ত হিসেবে নেমেই হলুদ কার্ড দেখতে হল সুমিত রাঠিকে।

৪৮ মিনিট| গোল পাওয়ার চেষ্টা করছে চেন্নাইয়ন এফসিও। তবে সতর্ক এটিকে মোহনবাগান ডিফেন্স।

হাফ টাইম| খেলার ফল গোলশূন্য। এটিকে মোহনবাগান কিছু সুযোগ তৈরি করলেও গোলমুখ খুলতে পারেন নি রয় কৃষ্ণ, মনভীররা।

৪৫+১ মিনিট| থই সিংহকে ফাউল করে হলুদ কার্ড দেখলেন কার্ল ম্যাকিউ।

৩৮ মিনিট| মনভীরের দারুণ দৌড় কিন্তু সতীর্থদের না পেয়ে আক্রমণ থেকে ফসল তুলতে পারল না এটিকে মোহনবাগান।

৩১ মিনিট| আক্রমণ করলেও গোলমুখ খুলতে পারছে না এটিকে মোহনবাগান।

২১ মিনিট| লম্বা বল বাড়ান তিরি। এডু গার্সিয়া বল ধরে হেড করে দেন জাভিকে। তাঁর ভলি সেভ করেন বিশাল।

১৭ মিনিট| বলের দখল রাখছে এটিকে মোহবাগান। তবে, গোল পায়নি তাঁরা। মনবীর সিংহের শট বাইরে যায়।

১০ মিনিট। মরিয়া লড়াই সত্বেও গোল পায় নি কোনও দলই।

৯ মিনিট। রহিমের শট অল্পের জন্য বাইরে।

চেন্নাইয়নের বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ভাবে ড্র হলেও দ্বিতীয় লেগে জয় পেতে মরিয়া এটিকে মোহনবাগান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE