Advertisement
E-Paper

গার্সিয়া ফেরায় স্বস্তি আটলেটিকোর

মুম্বইকে উড়িয়ে চেন্নাইয়ান এফসি-র হরমনজ্যোত্‌ সিংহ খাবরা বলে দিলেন, “পরের ম্যাচেই আটলেটিকো দে কলকাতা। আরও একটা কঠিন লড়াই।” ইতালীয় বিশ্বকাপার মার্কো মাতেরাজ্জির দলের আর এক অস্ত্র ব্রাজিলীয় এলানো আবার নিজের ট্রেডমার্ক ফ্রিকিক সম্পর্কে বলছেন, “ফ্রিকিকটা আইএসএলে কাজে দিচ্ছে।” এর সঙ্গে জেজে আর কলম্বিয়ান জন মেন্ডোজারার আগ্রাসী ফুটবল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৪ ০২:৫০
ফের অনুশীলনে গার্সিয়া। (ডান দিকে) স্বস্তিতে হাবাস। বুধবার যুবভারতীতে। ছবি: শঙ্কর নাগ দাস

ফের অনুশীলনে গার্সিয়া। (ডান দিকে) স্বস্তিতে হাবাস। বুধবার যুবভারতীতে। ছবি: শঙ্কর নাগ দাস

মুম্বইকে উড়িয়ে চেন্নাইয়ান এফসি-র হরমনজ্যোত্‌ সিংহ খাবরা বলে দিলেন, “পরের ম্যাচেই আটলেটিকো দে কলকাতা। আরও একটা কঠিন লড়াই।”

ইতালীয় বিশ্বকাপার মার্কো মাতেরাজ্জির দলের আর এক অস্ত্র ব্রাজিলীয় এলানো আবার নিজের ট্রেডমার্ক ফ্রিকিক সম্পর্কে বলছেন, “ফ্রিকিকটা আইএসএলে কাজে দিচ্ছে।”

এর সঙ্গে জেজে আর কলম্বিয়ান জন মেন্ডোজারার আগ্রাসী ফুটবল। নিট ফল, টেবল শীর্ষে থাকা আটলেটিকোর চেয়ে এক ম্যাচ কম খেলে (চার ম্যাচে ন’ পয়েন্ট) এই মুহূর্তে দ্বিতীয় স্থানে চেন্নাইয়ের দলটি। এরই মাঝে এ দিন তাদের অনুশীলনে নেমে পড়লেন ফরাসি লিগে প্যারিস সাঁ জাঁ-য় একদা খেলা হাইতির স্ট্রাইকার জাঁ মরিস।

আগামী মঙ্গলবার আইএসএলের এক আর দু’নম্বরের লড়াইয়ের আগে তাই জবরদস্ত হোমওয়ার্ক চলছে দুই শিবিরেই। বুধবার সকালেই পুরোদমে অনুশীলনের পর হোটেলে ফিরে সহকারী কোচ হোসে রামিরেজ ব্যারেটোর সঙ্গে চেন্নাইয়ান-মুম্বই ম্যাচের টেকনিক্যাল বিষয় নিয়ে একপ্রস্ত আলোচনা সেরে নিলেন আটলেটিকো কোচ হাবাস। ব্যারেটোর কথায়, “আইএসএলের অন্যতম সেরা ম্যাচ মঙ্গলবার। চেন্নাই এই মুহূর্তে দুরন্ত ছন্দে। আমাদের লক্ষ্য মাঠে ওরা সেই ছন্দ যাতে ফিরে না পায়। তার জন্যই ঘুঁটি সাজাচ্ছি।” ম্যানেজার রজত ঘোষ দস্তিদারও বলছেন, “এলানোকে ফ্রি খেলতে দেওয়া চলবে না।”

কী ভাবে খাবরাদের দলের ছন্দ বিগড়ে দেওয়া যাবে তা নিয়ে এ দিনই চার ব্যাকের সামনে দুই ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে আটলেটিকো কোচ অনুশীলনে একটু বেশি সময় দিয়েছেন বলেই খবর। হাবাসের দলের পক্ষে সুখবর, ক্রমে সুস্থ হয়ে উঠছেন আটলেটিকোর মাঝমাঠের প্রধান স্তম্ভ লুই গার্সিয়া। এ দিন অনুশীলন করতেও দেখা গিয়েছে টিমের এই স্প্যানিশ মার্কি ফুটবলারকে। তার ফিরে আসাটাই চাগাচ্ছে টিমকে। বাড়াচ্ছে স্বস্তি। চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই খেলবেন তিনি। এ দিনই দলের ট্রায়ালে এলেন মোহনবাগানের কিপার দেবজিত্‌ মজুমদার। তাঁকে নেওয়া হচ্ছে বলেই খবর টিম সূত্রে।

এর পাশাপাশি দুঃসংবাদও রয়েছে অর্ণব মণ্ডলদের শিবিরে। বুধবারই মুম্বই থেকে খবর এল অ্যান্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে রাইট ব্যাক ডেঞ্জিল ফ্র্যাঙ্কোর আইএসএল অভিযান এ বারের মতো শেষ। মুম্বই থেকে ফোনে দলের ফিজিও পুষ্পকেতু কোনার বললেন, “ডেঞ্জিলের অস্ত্রোপচার করতে হবে। তার পর মাঠে ফিরতে ওর চার-পাঁচ মাস লাগবে।” দেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচ খেলে পেশির চোট নিয়ে ফেরেছেন বাংলাদেশের অধিনায়ক মামুনুলও।

ব্যারেটো বলছেন, “ডেঞ্জিলের না থাকাট একটা ধাক্কা। তবে আমাদের ছেলেরা তৈরি চেন্নাই ম্যাচের জন্য। হাতে আরও পাঁচ দিন রয়েছে। এর মধ্যেই পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে টিম।”

ফিকরুদের নিয়ে সিদ্ধান্ত শুক্রবার

নিজস্ব সংবাদদাতা • কলকাতা

আন্তোনিও হাবাস, ফিকরু তেফেরাদের শাস্তি কমার চিঠি কবে আসবে? কে কমাবে শাস্তি? তা নিয়ে তোলপাড় আটলেটিকো দে কলকাতার অন্দরমহল। জানা গিয়েছে, শাস্তি কমার আবেদনের ব্যাপারে ফেডারেশনের চিঠি আসতে পারে শুক্রবার। বুধবার রাত পর্যন্ত অবশ্য আন্তোনিও হাবাস জানাতে পারেননি মঙ্গলবার চেন্নাইয়ান এফ সি-র বিরুদ্ধে ফিকরুকে দলে পাবেন কি না। দিল্লিতে ফোন করে জানা গেল শাস্তি কমার বিষয়টি কোন কমিটি জানাবে তা নিয়েই সমস্যা। নিয়মানুযায়ী শাস্তি কমানোর আবেদনের চিঠি যায় অ্যাপিল কমিটির কাছে। তারাই বিষয়টি বিবেচনা করে। সেই কমিটির সদস্যরা এখনও এ ব্যাপারে কিছু জানেন না। আবার শৃঙ্খলারক্ষা কমিটি রিভিউ করে শাস্তি কমালে সেটা সদস্যদের পক্ষে সম্মানের হবে না। কারণ তা হলে প্রমাণিত হবে শাস্তির সিদ্ধান্তে গলদ ছিল, অন্তত সে রকমই মত আইনজীবী উষানাথ বন্দ্যোপাধ্যায়ের। তিনি বললেন, “শাস্তি দেওয়ার পদ্ধতিতে প্রচুর ভুল আছে। সেটা সংশোধন করে শৃঙ্খলারক্ষা কমিটি বলতে পারে আমাদের ভুল হয়েছিল, তাই শুধরে নিচ্ছি।” কিন্তু তাতে কি রাজি হবেন কমিটির সদস্যরা?

isl football garcia fikru atletico de kolkata Garcia returns Luis Garcia sports news online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy