Advertisement
১৯ এপ্রিল ২০২৪

শহরে শাহরিয়র

ঝটিকা সফরে কলকাতায় এলেন সস্ত্রীক শাহরিয়র খান। তাঁর বহু দিনের ঘনিষ্ঠ বন্ধু, সদ্যপ্রয়াত সিএবি ও ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পরিবারের সঙ্গে আজ, বৃহস্পতিবার দেখা করতে যাচ্ছেন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান। গত বার কলকাতায় আসার সময় ভিসা সমস্যা পড়েছিলেন শাহরিয়র। তবে এ বার নয়াদিল্লি হয়ে আসায় সেই সমস্যা আর হয়নি। এ দিন দুপুরে নয়াদিল্লি পৌঁছনোর পর রাতের দিকে কলকাতায় পা দেন পাক বোর্ড চেয়ারম্যান। রাতে শহরে পৌঁছনোয় তিনি সিএবির ডালমিয়া-স্মরণসভায় উপস্থিত থাকতে পারেননি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০১৫ ০৩:৫৬
Share: Save:

ঝটিকা সফরে কলকাতায় এলেন সস্ত্রীক শাহরিয়র খান। তাঁর বহু দিনের ঘনিষ্ঠ বন্ধু, সদ্যপ্রয়াত সিএবি ও ভারতীয় বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়ার পরিবারের সঙ্গে আজ, বৃহস্পতিবার দেখা করতে যাচ্ছেন পাকিস্তান বোর্ড চেয়ারম্যান।

গত বার কলকাতায় আসার সময় ভিসা সমস্যা পড়েছিলেন শাহরিয়র। তবে এ বার নয়াদিল্লি হয়ে আসায় সেই সমস্যা আর হয়নি। এ দিন দুপুরে নয়াদিল্লি পৌঁছনোর পর রাতের দিকে কলকাতায় পা দেন পাক বোর্ড চেয়ারম্যান। রাতে শহরে পৌঁছনোয় তিনি সিএবির ডালমিয়া-স্মরণসভায় উপস্থিত থাকতে পারেননি।

দিন তিনেকের জন্য এ বার ভারতে এসেছেন শাহরিয়র। বৃহস্পতিবারই নয়াদিল্লি ফিরে যাওয়ার কথা তাঁর। যা খবর, তাতে ভারত-পাক সিরিজের ভবিষ্যৎ নিয়ে ভারতীয় বোর্ডকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন শাহরিয়র। তিনি নিজে অবশ্য কোনই প্রসঙ্গেই এ দিন কোনও মন্তব্য করেননি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atletico de Kolkata practice ISL Kolkata Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE