Advertisement
২৬ এপ্রিল ২০২৪

মাঠ সমস্যায় আটলেটিকো, হোম ম্যাচ নিয়েও ধোঁয়াশা

যুবভারতীতে কি এই ছবি এ বার দেখা যাবে?

যুবভারতীতে কি এই ছবি এ বার দেখা যাবে?

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুলাই ২০১৬ ০৪:৫৯
Share: Save:

মাঠ সমস্যায় ঘুম ছুটেছে আইএসএল পরিচালন কমিটির! নেপথ্যে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ এবং ব্রিকস টুর্নামেন্ট। এই দু’য়ের জেরেই এ বারের টুর্নামেন্টের শুরুতে কলকাতা এবং গোয়ায় মাঠ পাওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

ফেডারেশন সূত্রের খবর, অক্টোবরের ২-১০ গোয়ায় বসছে অনূর্ধ্ব-১৭ ব্রিকস টুর্নামেন্ট। রাউন্ড রবিন এই টুর্নামেন্টে ভারতের সঙ্গে যেখানে খেলবে ব্রাজিল, রাশিয়া, চিন ও দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৭ দল। রবিবার টুর্নামেন্টের প্রোজেক্ট ডিরেক্টর জয় ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বললেন, ‘‘অক্টোবরের ২-১০ ব্রিকস টুর্নামেন্টে গোয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন। ভারত সরকার এই টুর্নামেন্টকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে।’’

একই সঙ্গে সমস্যা বেড়েছে, আগামী বছর অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের আগে চলতি নভেম্বরে ফিফা প্রতিনিধি দলের যুবভারতী পরিদর্শনের খবরেও। কারণ, রাজ্য সরকার যুবভারতীর সংস্কারকার্যে এমন কোনও খামতি রাখতে চায় না যার ফলে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ হাতছাড়া হয় কলকাতার।

ফলে প্রশ্ন উঠছে— আইএসএলের শুরুতে তা হলে আটলেটিকো দে কলকাতা এবং এফসি গোয়ার হোম ম্যাচগুলো কোথায় হবে? সূত্রের খবর, চলতি বছরের আইএসএল শুরু হওয়ার কথা অক্টোবরের প্রথমে।

নাম প্রকাশে অনিচ্ছুক আইএসএল পরিচালন কমিটির এক কর্তা যদিও এ দিন ফোনে বললেন, ‘‘দু’টো বিষয়ই শুনেছি। সবকিছু খতিয়ে দেখেই ক্রীড়াসূচি তৈরি করা হবে।’’ শুক্রবার জার্সি উদ্বোধন অনুষ্ঠানে যুবভারতী পাওয়ার ব্যাপারে এটিকের অন্যতম মালিক সঞ্জীব গোয়েন্কা বলেছিলেন, ‘‘মাঠের সমস্যা মেটানোর ব্যাপারটা দেখছে আইএসএল পরিচালন কমিটি এবং রাজ্য সরকার। যদিও এ দিন আইএসএলের তরফে জানিয়ে দেওয়া হয়, ‘‘যুবভারতীর মাঠ বুকিংয়ের ব্যাপারটা এটিকে ঠিক করবে স্টেডিয়াম কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের সঙ্গে কথা বলে।’’

দুই কর্তার দুই মন্তব্যে ফলে মাঠ নিয়ে ধোঁয়াশা আরও বেড়েছে। সূত্রের খবর, এটিকে শিবির এই পরিস্থিতিতে ফিফার পরিদর্শনের আগে বেশিরভাগ অ্যাওয়ে ম্যাচ খেলে নেওয়ার জন্য সমাধান সূত্র নিয়ে ইতিমধ্যেই একপ্রস্ত আলোচনা করেছে। প্রয়োজনে নভেম্বরে ফিফার পরিদর্শনের আগে কিছু হোম ম্যাচ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে সরিয়ে নেওয়া যায় কি না তা নিয়েও কথাবার্তা চালাচ্ছেন এটিকে কর্তারা। একই রকম ভাবে ব্রিকস টুর্নামেন্টের জন্য এফসি গোয়ার হোম ম্যাচ ১৫ অক্টোবরের পর মারগাওয়ে দিতে পারে আইএসএল কর্তৃপক্ষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE