নাটকীয় ভাবে এটিপি কাপের সেমিফাইনালে উঠল অস্ট্রেলিয়া। নিক কিরিয়সের নেতৃত্বে অসাধারণ লড়াইয়ের সৌজন্যে তারা ২-১ ফলে হারাল টিম হেনম্যানের ব্রিটেনকে। স্থানীয় দল টাই নিয়ে নেয় ডাবলসের তৃতীয় সেট টাইব্রেকে ১৮-১৬ ফলে জিতে। শেষ চারে অস্ট্রেলিয়াকে সম্ভবত খেলতে হবে রাফায়েল নাদালদের স্পেনের বিরুদ্ধে। ডেভিস কাপ-জয়ী রাফারা অন্য কোয়ার্টার ফাইনাল খেলবে শুক্রবার। প্রতিপক্ষ বেলজিয়াম।
সিডনিতে বৃহস্পতিবার কিরিয়সের বিরুদ্ধে প্রথম সিঙ্গলসে দাঁড়াতেই পারেননি ব্রিটেনের ক্যামেরন নরি। অস্ট্রেলীয় তারকা সহজেই জেতেন ৬-২, ৬-২ ফলে। পরের ম্যাচেই ১-১ করে দেয় ব্রিটেন। যার পুরো কৃতিত্ব ড্যান ইভান্সের। ডি মিনোরের বিরুদ্ধে অসাধারণ লড়াইয়ে শেষ হাসি হাসেন ইভান্স। তিনি ম্যাচ জেতেন ৭-৬ (৭/৪), ৪-৬, ৭-৬ (৭/২) ফলে।
টাইয়ের ১-১ অবস্থায় ভাগ্য ঝুলে ছিল ডাবলস ম্যাচে। অস্ট্রেলিয়ার অধিনায়ক লেটন হিউইট ফাটকা খেলেন তাঁর নিয়মিত ডাবলস জুটি জন পিয়ার্স ও ক্রিস গুইকোনের জায়গায় কিরিয়স-মিনোরকে নামিয়ে দিয়ে। নতুন এই জুটি ব্রিটেনের জেমি মারে-জো স্যালিসবারির কাছে প্রথম সেটটাই ৩-৬ ফলে হেরে বসেন। তখন মনে হয়েছিল হিউইটের রণকৌশল হয়তো কাজে আসবে না। কিন্তু দ্বিতীয় সেটেই দারুণ ভাবে ঘুরে দাঁড়ায় অস্ট্রেলিয়া। কিরিয়সরা পাল্টা সেই ৬-৩ ফলেই সেট জিতে নেন। টাইয়ের ভাগ্য তখন নির্ণায়ক সেটে দাঁড়িয়েছিল। এবং ব্রিটেনের তারকারা চার বার ম্যাচ পয়েন্টে পৌঁছে গিয়েছিলেন। চার বারই দারুণ ভাবে ম্যাচ পয়েন্ট বাঁচান কিরিয়সরা। সেট ও টাইও জিতে নেন।