ক্রিকেট বিশ্বের অভিনব এক আউটের শিকার হলেন অস্ট্রেলীয় ব্যাটসম্যান হিল্টন কার্টরাইট। শেফিল্ড শিল্ডের ম্যাচে সিডনির ওভাল গ্রাউন্ডে খেলা চলছিল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া ও সাউথ ওয়েলসের মধ্যে। ৪৫ বলে মাত্র তিন রানে ব্যাট করছিলেন কার্টরাইট। বল করছিলেন লেগ স্পিনার জেসন সাংঘা। তাঁর শর্ট বলেপুল শট মারলেন কার্টরাইট। তাঁর সেই শট শর্ট লেগ ফিল্ডার নিক লারকিনের হেলমেটে লাগে। হেলমেটে লেগে উপরে উঠে যাওয়া বল ছুটে এসে তালুবন্দি করেন সাংঘা। আউট হয়ে যান কার্টরাইট।
ফিল্ডিং করার সময় হেলমেটে বলের আঘাত লাগলেও লারকিনের শারীরিক কোনও সমস্যা হয়নি। যদিও হেলমেটটা বদলে ফেলতে হয় তাঁকে।
২০১৭-র আগে এই ঘটনা ঘটলে অবশ্য কার্টরাইট আউট হতেন না। ক্রিকেট ডট কম জানিয়েছে, ২০১৭-র আগে পর্যন্ত কোনও বল হেলমেটে লাগলে তাঁকে ডেড বল দেওয়া হত। কিন্তু পরে নিয়মে বদল আনা হয়। মাথায় বল লেগে ফিলিপ হিউজের মৃত্যুর পর বদলে যায় নিয়ম।
Of all the ways to get out 🙈#SheffieldShield | #NSWvWA pic.twitter.com/iTLUxQ3CfF
— 7Cricket (@7Cricket) February 26, 2019
২০১৬-১৭ মরসুম থেকে ক্রিকেট অস্ট্রেলিয়া ডোমেস্টিক ক্রিকেটে নতুন নিয়ম চালু করে। তার ১২ মাস পর এই নিয়ম আন্তর্জাতিক ক্রিকেটেও চালু করে আইসিসি।
আরও পড়ুন: রানের পিচে সিরিজ রক্ষার লড়াই আজ