Advertisement
E-Paper

নববর্ষের সকালেই সিডনির নেট প্র্যাকটিসে নেমে পড়ল অস্ট্রেলিয়া

টিম পেনদের পিঠ সত্যিই দেওয়ালে ঠেকে গিয়েছে। সিরিজ জেতা এ বার আর হচ্ছে না। তবে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া জিতে গেলে টিম পেন অ্যান্ড কোং অন্তত সম্মানজনকভাবে সিরিজটা অমীমাংসিত রাখতে পারবে। আপাতত সেই লক্ষ্যেই কোহালিদের মোকাবিলায় নেমে পড়তে চলেছে অজিরা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৯ ১৮:০৫
সিডনি টেস্টের প্রস্তুতিতে মঙ্গলবারই নেমে পড়লেন টিম পেনরা। ফাইল ছবি।

সিডনি টেস্টের প্রস্তুতিতে মঙ্গলবারই নেমে পড়লেন টিম পেনরা। ফাইল ছবি।

দেশের মাটিতে সিরিজ। তবুও বেশ চাপে অস্ট্রেলিয়া। সাধারণত এমনটা দেখা যায় না। তবে, এ বার বিরাট কোহালিদের বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফির চার টেস্টের সিরিজে এই ছবিটাই বারবার দেখা যাচ্ছে। অ্যাডিলেডের প্রথম টেস্টে ভারতের দুর্দান্ত জয়ের পর পার্‌থের দ্বিতীয় টেস্টে টিম পেন-রা লড়াই করে ফিরে এসেছিলেন। সিরিজেও ১-১ সমতা ফেরায় অজিরা।

তবে, রবিবার মেলবোর্নের তৃতীয় টেস্টে আবারও ভারত জিতে যাওয়ায় বৃহস্পতিবার থেকে সিডনিতে শুরু হতে চলা চতুর্থ তথা শেষ টেস্টের আগে অস্ট্রেলিয়া শিবির বেশ সতর্ক। টিম পেনদের পিঠ সত্যিই দেওয়ালে ঠেকে গিয়েছে। সিরিজ জেতা এ বার আর হচ্ছে না। তবে, সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া জিতে গেলে টিম পেন অ্যান্ড কোং অন্তত সম্মানজনকভাবে সিরিজটা অমীমাংসিত রাখতে পারবে। আপাতত সেই লক্ষ্যেই কোহালিদের মোকাবিলায় নেমে পড়তে চলেছে অজিরা।

মঙ্গলবার নতুন বছরের প্রথম দিনেও তাই পেন-দের গা আলগা দেওয়ার প্রশ্ন নেই। ওঁরা তা দেনওনি। এসসিজিতে জোর কদমে অনুশীলনে নেমে পড়লেন অজি ক্রিকেটাররা। অধিনায়ক টিম পেন সহ সাতজন ক্রিকেটারকে মঙ্গলবার গা ঘামাতে দেখা গেল। ১৪ সদস্যের অস্ট্রেলীয় দলের সাতজনকে দেখা গেল অনুশীলনে নেমে পড়তে। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে এই খবর জানানো হয়েছে।

আরও পড়ুন: ফের বাবা হতে চলেছেন ডেভিড ওয়ার্নার

আরও পড়ুন: স্লেজিং ভুলে কোহালি-পেনরা হাত ধরাধরি করে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনে

অধিনায়ক পেন ছাড়াও অনুশীলনে দেখা গেল আরও হাফ ডজন অজি ক্রিকেটারকে। নেথান লায়ন, উসমান খাওয়াজা, অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, পিটার হ্যান্ডসকম্ব ও নবাগত মার্নাস লাবুচাগনেকে। সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম একাদশে অন্তর্ভুক্ত হওয়ার প্রবল সম্ভাবনা লেগ স্পিনার লাবুচাগনের। নেট প্র্যাকটিসের সময় মঙ্গলবার দেখা গেল তাঁর কুইন্সল্যান্ড সতীর্থ খাওয়াজাকে নাগাড়ে বল করে গেলেন লাবুচাগনে। অ্যারন ফিঞ্চ নেটে এলেও ব্যাট করেননি। মনে করা হচ্ছে, সিডনি টেস্টে অস্ট্রেলিয়া দলে জায়গা না’ও পেতে পারেন ফিঞ্চ।

সিডনিতে নববর্ষের সকালটা ছিল রোদ ঝলমলে। যদিও, অস্ট্রেলিয়ার ক্রিকেট ভাগ্যাকাশ এই মুহূর্তে বেশ অন্ধকারাচ্ছন্ন। আঁধার কাটাতে অজিরা সিরিজ বাঁচানোর টেস্টে একটু আগেভাগেই কোহালিদের মহড়ায় নেমে পড়লেন।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল ,টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Tim Paine Border-Gavaskar Trophy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy