Advertisement
০৬ মে ২০২৪
rafael nadal

Rafael Nadal: সুস্থ রাফা মেলবোর্নে পৌঁছেই কোর্টে

শুক্রবার মেলবোর্নের পার্কের ফাঁকা কোর্টে নিজের ছবি পোস্ট করে টুইটারে নাদাল লেখেন, ‘‘কাউকে বলবেন না…আমি এখানে।’’

আগমন: শুক্রবার গণমাধ্যমে এই ছবি দিলেন নাদাল।

আগমন: শুক্রবার গণমাধ্যমে এই ছবি দিলেন নাদাল। ছবি: টুইটার থেকে

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২২ ০৮:৪৭
Share: Save:

করোনা সংক্রমণ থেকে সেরে উঠে অস্ট্রেলীয় ওপেন খেলতে মেলবোর্নে এলেন রাফায়েল নাদাল। স্পেনের ৩৫ বছর বয়সি এই টেনিস খেলোয়াড় এই প্রতিযোগিতায় জিতেছেন মাত্র একবারই। তা-ও সেটা ১৩ বছর আগে, ২০০৯ সালে।

শুক্রবার মেলবোর্নের পার্কের ফাঁকা কোর্টে নিজের ছবি পোস্ট করে টুইটারে নাদাল লেখেন, ‘‘কাউকে বলবেন না…আমি এখানে।’’

সম্প্রতি আবু ধাবিতে একটি টেনিস প্রতিযোগিতায় খেলে স্পেনে ফেরার পরে করোনা সংক্রমিত হন ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই খেলোয়াড়। যে প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ওই সময়ে কিছু অস্বস্তিকর মুহূর্ত কাটাতে হয়েছে।’’ আবু ধাবির সেই প্রতিযোগিতায় খেলতে গিয়ে আরও অনেক খেলোয়াড়ই করোনায় আক্রান্ত হন। যার মধ্যে রয়েছেন, বিশ্বের পাঁচ নম্বর খেলোয়াড় রাশিয়ার আন্দ্রে রুবলেভ। মহিলাদের অলিম্পিক্স চ্যাম্পিয়ন বেলিন্দা বেনচিচ এবং যুক্তরাষ্ট্র ওপেনে চ্যাম্পিয়ন এমা রাদুকানু।

নাদাল অস্ট্রেলিয়া ওপেনে খেলতে আসায় আয়োজকেরাও উজ্জীবিত। মরসুমের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়া ওপেন শুরু হবে ১৭ জানুয়ারি থেকে। যদিও সংগঠকেরা এ্রখনও জানেন না, বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচ এ বারের অস্ট্রেলিয়া ওপেনে খেলবেন কি না। ৩৪ বছর বয়সি সার্বিয়ার এই টেনিস তারকা বুধবার এটিপি কাপের দলগত ইভেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে গত বছরের চ্যাম্পিয়ন এ বার প্রতিযোগিতায় আদৌ খেলবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rafael nadal australian open
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE