Advertisement
২৯ মার্চ ২০২৩
Australian Open 2023

৪৫ ডিগ্রি তাপমাত্রায় অসুস্থ বল গার্ল, প্রবল গরমে বন্ধ অস্ট্রেলিয়ান ওপেনের খেলা

প্রবল গরমে খেলা চলাকালীন এক বল গার্ল অসুস্থ হয়ে পড়ে। খেলতে গিয়ে সমস্যায় পড়েন বেশ কয়েক জন টেনিস খেলোয়াড়। তাঁরা অভিযোগ জানান। ফলে অস্ট্রেলিয়ান ওপেনের খেলা বন্ধ করে দেওয়া হয়।

প্রবল গরমে সমস্যায় পড়েছেন টেনিস খেলোয়াড়রা। মাথায় বরফ ধরে রয়েছেন এস্টোনিয়ার খেলোয়াড় কাইয়া কানেপি।

প্রবল গরমে সমস্যায় পড়েছেন টেনিস খেলোয়াড়রা। মাথায় বরফ ধরে রয়েছেন এস্টোনিয়ার খেলোয়াড় কাইয়া কানেপি। ছবি: রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৩ ১৭:১১
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় দিনেই অস্বস্তিতে আয়োজকরা। প্রবল গরমে খেলা চলাকালীন এক বল গার্ল অসুস্থ হয়ে পড়ে। খেলতে গিয়ে সমস্যায় পড়েন বেশ কয়েক জন টেনিস খেলোয়াড়। তাঁরা অভিযোগ জানান। পরিস্থিতি খারাপ হওয়ায় দুপুরে আউটডোর কোর্টের খেলাগুলি বন্ধ করে দেওয়া হয়। তবে ইনডোর কোর্টে খেলা হয়। গরম কিছুটা কমলে আবার শুরু হয় সেই সব খেলা।

Advertisement

দ্বিতীয় দিন বেলা বাড়তে শুরু করলে প্রবল গরমে সমস্যায় পড়েন গারবিন মুরুগুজা, ডমিনিক থিয়েম, অ্যান্ড্রি রুবলেভের মতো টেনিস খেলোয়াড়রা। তাঁরা অভিযোগ করেন, এই পরিস্থিতিতে খেলা যায় না। সেই পরিস্থিতিতে পুরুষ ও মহিলাদের খেলা মিলিয়ে মোট ১৬টি ম্যাচ স্থগিত করে দেওয়া হয়। বিকালের পরে রোদের তেজ কমলে আবার সেই সব খেলা শুরু হয়েছে।

টেনিস অস্ট্রেলিয়া একটি বিবৃতিতে জানিয়েছে, ‘‘আউটডোর কোর্টে খেলা বন্ধ রাখা হয়েছিল। আউটডোর কোর্টে অনুশীলনও বন্ধ রাখা হয়েছিল। তবে ইনডোর কোর্টে খেলতে সমস্যা হচ্ছিল না। তাই রড লেভার এরিনা, মার্গারেট কোর্ট এরিনা ও জন কায়েন এরিনাতে ছাদ ঢাকা থাকায় সেখানে খেলা চলছিল। পরে আউটডোর কোর্টে খেলা শুরু করা হয়েছে।’’

দ্বিতীয় দিন পুরুষ ও মহিলা মিলিয়ে বেশ কয়েক জন তারকার খেলা ছিল। প্রথম রাউন্ডে জিতেছেন আলেকজান্ডার জেরেভ। জুয়ান পাবলো ভারিলাসকে হারিয়েছেন তিনি। খেলার ফল তাঁর পক্ষে ৪-৬, ৬-১, ৫-৭, ৭-৬ (৭-৩), ৬-৪।

Advertisement

জিতেছেন অ্যান্ডি মারে। ব্রিটেনের মারে হারিয়েছেন ইটালির মারিয়ো বেরেত্তিনিকে। প্রথম দু’টি রাউন্ড জিতলেও পরের দু’টি রাউন্ডে হেরে যান মারে। পঞ্চম সেটে আবার জেতেন তিনি। খেলার ফল মারের পক্ষে ৬-৩, ৬-৩, ৪-৬, ৬-৭ (৭-৯), ৭-৬ (১০-৬)।

দ্বিতীয় দিন কোর্টে নেমেছেন নোভাক জোকোভিচও। স্পেনের রোবের্তো বায়েনাকে স্ট্রেট সেটে হারিয়েছেন চিনি। খেলার ফল তাঁর পক্ষে ৬-৩, ৬-৪, ৬-০। প্রথম রাউন্ডে জোকোভিচ দেখিয়ে দিয়েছেন, পুরো প্রস্তুতি নিয়েই এ বারের প্রতিযোগিতায় নেমেছেন তিনি।

মহিলাদের মধ্যে খেলা ছিল দ্বিতীয় বাছাই ওন্স জাবেয়ুরের। প্রথম রাউন্ডের ম্যাচ জিততে তিন সেট খেলতে হয়েছে তাঁকে। শেষ পর্যন্ত তামারা জিদানসেককে হারিয়েছেন তিনি। খেলার ফল তাঁর পক্ষে ৭-৬ (১০-৮), ৪-৬, ৬-১।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.