Advertisement
১৪ সেপ্টেম্বর ২০২৪
Sania Mirza

অস্ট্রেলিয়ান ওপেনে অর্ধেক আশা শেষ সানিয়ার, মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায়

প্রথম রাউন্ডের মতো খেলতে পারলেন না সানিয়ারা। তিন সেট লড়াই করেও হারতে হল সানিয়া-ড্যানিলিনার অষ্টম বাছাই জুটিকে। মিক্সড ডাবলসে অবশ্য লড়াইয়ে আছেন তিনি।

মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ সানিয়ার।

মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই স্বপ্নভঙ্গ সানিয়ার। ছবি: টুইটার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৩ ১১:৫৩
Share: Save:

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ড থেকেই ছিটকে গেলেন সানিয়া মির্জারা। দ্বিতীয় রাউন্ডের লড়াইয়ে সানিয়া এবং কাজাখস্তানের আনা ড্যানিলিনার অষ্ট ম বাছাই জুটি হারল ৪-৬, ৬-৪, ২-৬ ব্যবধানে। রবিবারের ম্যাচে সানিয়াদের প্রতিপক্ষ ছিল ইউক্রেনের আনহেলিনা কালিনিনা এবং বেলজিয়ামের অ্যালিসন ভ্যান ইউটভাঙ্ক জুটি।

অস্ট্রেলিয়ান ওপেনের পর পেশাদার টেনিস জীবনকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন সানিয়া। সেই অর্থে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামই ভারতের সেরা মহিলা টেনিস খেলোয়াড়ের শেষ প্রতিযোগিতা। সেখানে মহিলাদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিতে হল তাঁকে। তবে অস্ট্রেলিয়ান ওপেনের কোর্টে তাঁকে দেখা যাবে। রোহন বোপান্নার সঙ্গে জুটি বেধে মিক্সড ডাবলসেও খেলছেন সানিয়া। শনিবার প্রথম রাউন্ডের বাধা টপকেছেন তাঁরা।

রবিবার চেনা ছন্দে দেখা গেল না সানিয়াদের। বেশ কিছু আনফোর্সড এরর করলেন তাঁরা। তিনটি ডাবল ফল্টও করলেন সানিয়ারা। ব্রেক পয়েন্ট কাজে লাগানোর ক্ষেত্রেও তেমন সাফল্য পাননি। ১১টি ব্রেক পয়েন্টের মধ্যে তিনটি জেতেন সানিয়ারা। দুর্বলতা দেখা গিয়েছে প্রথম সার্ভিসের ক্ষেত্রেও। একাধিক ক্ষেত্রে ব্যর্থতায় ২ ঘণ্টা ১ মিনিট লড়াই করেও ম্যাচ জিততে পারলেন না সানিয়ারা। প্রথম সেট ৪-৬ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান সানিয়া-ড্যানিলিনা। ৬-৪ গেমে দ্বিতীয় সেট জিতে ম্যাচে সমতা ফেরান তাঁরা। যদিও তৃতীয় তথা নির্ণায়ক সেটে তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারেননি সানিয়ারা। প্রায় একপেশে লড়াইয়ে ৬-২ ব্যবধানে সেট এবং ম্যাচ জিতে নেয় কালিনিনা-ইউটভাঙ্ক জুটি।

সানিয়া হেরে যাওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডাবলসে ভারতীয় চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। গত বৃহস্পতিবার প্রথম রাউন্ডের ম্যাচ সরাসরি সেটে জিতেছিলেন সানিয়ারা। প্রথম ম্যাচের ছন্দ দ্বিতীয় রাউন্ডেও ধরে রাখতে পারলে ফলাফল অন্য রকম হতে পারত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE