Advertisement
১১ মে ২০২৪
Australian Open 2021

সেরেনা, জোকোভিচরা খেলবেন নির্দিষ্ট দিনেই, জানালেন অস্ট্রেলিয়ান ওপেন আয়োজকরা

এক হোটেল কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবারের যাবতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে।

জোকোভিচদের অস্ট্রেলিয়ান ওপেনে নামতে সমস্যা নেই।

জোকোভিচদের অস্ট্রেলিয়ান ওপেনে নামতে সমস্যা নেই। ছবি টুইটার

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩২
Share: Save:

নতুন করে কোভিড-আতঙ্ক তৈরি হওয়ায় অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি ম্যাচ বাতিল করে দিলেন আয়োজকরা। তবে প্রতিযোগিতার দিন কোনও ভাবেই যে বদল হচ্ছে না তা স্পষ্ট জানিয়ে দিলেন ডিরেক্টর ক্রেগ টিলে।

এক হোটেল কর্মীর করোনা রিপোর্ট পজিটিভ আসায় গতকাল জানিয়ে দেওয়া হয়েছিল, বৃহস্পতিবারের যাবতীয় প্রস্তুতি ম্যাচ বাতিল হয়েছে। প্রত্যেক খেলোয়াড় এবং কর্মীর পরীক্ষাও হয়। এ দিন সূচি তৈরি হওয়ায় কথা ছিল। তাও পিছিয়ে শুক্রবার হবে বলে জানানো হয়েছে।

তবে টিলে জানিয়েছেন, “প্রতিযোগিতা এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা নিশ্চিত। সোমবার থেকেই তা শুরু হচ্ছে না।” অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া স্টেটের প্রধান ড্যান অ্যান্ড্রুজ জানিয়েছেন, প্রায় এক মাস পর প্রথম সেখানে করোনা ধরা পড়লেও, প্রতিযোগিতা বাতিল করার কোনও যৌক্তিকতা তাঁরা দেখছেন না।

আয়োজকরা জানিয়েছেন, প্রায় ১২০০ খেলোয়াড়, কর্মচারী এবং আধিকারিককে নিভৃতবাসে রাখতে ইতিমধ্যেই অনেক খরচ হয়ে গিয়েছে। অনেকে অনুশীলন শুরু করে দিয়েছেন পুরোদমে। এ অবস্থায় আচমকা প্রতিযোগিতা বাতিল করলে নেতিবাচক প্রভাব পড়বে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE