Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Sports News

ইস্টবেঙ্গলের অস্ট্রেলিয়ান স্ট্রাইকার এসে যেতে পারেন ডার্বির আগেই

রাতারাতি বদলে গেল ইস্টবেঙ্গলের এক বিদেশি। কিরগিজস্তানের ফরোয়ার্ড আমিরোভকে তিন ম্যাচ দেখার পর বাতিল করলেন ট্রেভর জেমস মর্গ্যান। তাঁর জায়গায় সঙ্গে সঙ্গেই উড়িয়ে আনা হতে পারে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ক্রিস পাইনকে।

ট্রেভর জেমস মর্গ্যান। -ফাইল চিত্র।

ট্রেভর জেমস মর্গ্যান। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৭ ১৮:৪৪
Share: Save:

রাতারাতি বদলে গেল ইস্টবেঙ্গলের এক বিদেশি। কিরগিজস্তানের ফরোয়ার্ড আমিরোভকে তিন ম্যাচ দেখার পর বাতিল করলেন ট্রেভর জেমস মর্গ্যান। তাঁর জায়গায় সঙ্গে সঙ্গেই উড়িয়ে আনা হতে পারে অস্ট্রেলিয়ান স্ট্রাইকার ক্রিস পাইনকে। এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। আই লিগের তিনটি ম্যাচে খেলতেও দেখা গিয়েছে ইদার আমিরোভকে। ইদারকে ছেড়ে দিলে এশিয়ান কোটারই ফুটবলার আনতে হত। সেই মতো অস্ট্রেলিয়ান স্ট্রাইকারকে আমিরভের জায়গায় সই করিয়ে নেওয়ার প্রস্তুতি প্রায় শেষ।

সেই মর্গ্যান, সেই এশিয়ান কোটায় অস্ট্রেলিয়ান স্ট্রাইকার। মর্গ্যানের হাত ধরে ইস্টবেঙ্গলে প্রথম দু’বছর দারুণ সাফল্য এনে দিয়েছিলেন আর এক অস্ট্রেলিয়ান স্ট্রাইকার টোলগে ওজবে। সেই সময় ফরোয়ার্ডে তাঁর সঙ্গী ছিলেন রবিন সিংহ। তিনিও ফিরেছেন দলে। আবার সেই চমক দেখার অপেক্ষায় ইস্টবেঙ্গল সমর্থকরা।

২৬ বছরের এই স্ট্রাইকার খেলেছেন সিডনি ইউনাইটেড ৫৮ এফসির হয়ে। নিউ সাউথ ওয়েলসের সেমি প্রফেশনাল এই ফুটবল ক্লাবেই এথন খেলতেন তিনি। সিডনি এফসি ও নিউক্যাসেল জেটসের হয়ে এ-লিগে খেলেছেন। ইস্টবেঙ্গলের ফুটবল সচিব সন্তোষ ভট্টাচার্য বলেন, ‘‘আমাদের কথা অনেক দূর এগিয়েছে। চুক্তিও প্রায় নিশ্চিত। এখন বাকি সব নিয়ম মেনে ভিসা পাওয়ার অপেক্ষায় আছি।’’ ১২ ফেব্রুয়ারি আই লিগের প্রথম ডার্বি। তাঁর আগে পাইনকে দলে পেতে মরিয়া মর্গ্যান।

আরও খবর: আমিরভ ঘিরে মোহভঙ্গের মধ্যে মুম্বই বধের শপথ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE