Advertisement
২০ এপ্রিল ২০২৪

স্মিথদের মন শান্ত করার পরামর্শ দিলেন দলাই লামা

শনিবার ধর্মশালার মাঠে টেস্ট যুদ্ধের শেষ পর্বে নামার আগে দলাই লামার আশ্রমে গিয়ে তাঁর আশীর্বাদ নিয়ে এলেন স্টিভ স্মিথ ও তাঁর দলের ক্রিকেটাররা।

আশীর্বাদ: চতুর্থ টেস্টের আগে দলাই লামার সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেট দলের অধিনায়ক স্টিভন স্মিথ। ছবি: পিটিআই।

আশীর্বাদ: চতুর্থ টেস্টের আগে দলাই লামার সঙ্গে অস্ট্রেলীয় ক্রিকেট দলের অধিনায়ক স্টিভন স্মিথ। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৭ ০৩:৫২
Share: Save:

শনিবার ধর্মশালার মাঠে টেস্ট যুদ্ধের শেষ পর্বে নামার আগে দলাই লামার আশ্রমে গিয়ে তাঁর আশীর্বাদ নিয়ে এলেন স্টিভ স্মিথ ও তাঁর দলের ক্রিকেটাররা। প্রায় এক ঘণ্টা পনেরো মিনিটের বৈঠকে তিব্বতি ধর্মগুরুর কাছ থেকে শুধু ক্রিকেট নয়, জীবনের বহু জটিল তত্ত্বের সমাধানও সম্ভবত পেয়ে গেলেন অনেকে।

যেমন ডেভিড ওয়ার্নার। ভারতে আসার পর থেকে তাঁর ফর্ম খুব একটা ভাল যাচ্ছে না। অনেকে বলছেন, তাঁর ব্যক্তিগত জীবনের প্রভাব হয়তো ক্রিকেটেও পড়ছে। সেই অস্ট্রেলীয় ওপেনার এ দিন দলাই লামাকে জিজ্ঞেস করেন, ‘‘মনের শান্তি কতটা জরুরি?’’ যেমন স্টিভ স্মিথ। অস্ট্রেলীয় অধিনায়কের মাথায় এত দুশ্চিন্তা যে, অনিদ্রা রোগে ভুগছেন তিনি। স্মিথ দলাই লামাকে জিজ্ঞেসই করে ফেললেন, ‘‘ভাল ঘুমের জন্য কি ধ্যানের কোনও পদ্ধতি আছে?’’

স্মিথ নতুন কোনও পরামর্শ না পেলেও ওয়ার্নার তাঁর প্রশ্নের জবাব পেয়ে বেশ খুশি। কী বললেন দলাই লামা ওয়ার্নারকে? সোশ্যাল মিডিয়ায় এই বৈঠকের সরাসরি সম্প্রচারে তাঁকে বলতে শোনা গেল, ‘‘নিজেই গবেষণা করে দেখো না। যে দিন কোনও ভাল বন্ধুর সঙ্গে বসে লাঞ্চ করো বা একটু পান করো, সে দিন তোমার মনটা বেশ ভাল হয়ে যায় না? আবার অপছন্দের কোনও মানুষের সঙ্গে সময় কাটানোর পর সারা দিনটা কেমন যেন খারাপ কাটে না? কোনও দিন হয়তো একটু বেশি পান করার পর বাড়িতে স্ত্রী-র সঙ্গে ঝগড়া হল। মনের শান্তি খুব দরকার।’’

দলাই লামার এই উপদেশ মুগ্ধ হয়ে শোনেন ওয়ার্নার ও তাঁর সতীর্থরা। স্টিভ স্মিথের ঘুমের সমস্যা নিয়ে তাঁর কাছে অবশ্য তেমন কোনও সমাধান নেই। তিনি বলেন, ‘‘ঘুমের ওষুধ খেয়ে ঘুমানোর অভ্যাসে শরীরের ক্ষতি হয়। তাই মনকে শান্ত করে ঘুমোতে যাও। এ ছাড়া আমার কোনও উপায় জানা নেই। আমাকে দেখো। আমি রোজ ন’ঘণ্টা ঘুমোই। সন্ধ্যা ছ’টা থেকে ভোর তিনটে। তার পর চার ঘণ্টা ধ্যান করি।’’

শেষ টেস্টে প্রবল মানসিক চাপ নিয়ে নামতে হবে তাঁদের। তার আগে দলাই লামার সঙ্গে এই বৈঠক করে বেশ খুশি অস্ট্রেলীয় অধিনায়ক। বলেন, ‘‘আমরা একে অপরের নাকে নাক ঘষে নিজেদের মধ্যে (তিব্বতী প্রথায়) শুভেচ্ছা বিনিময় করি। দলাই লামা আমাদের সকলকে আশীর্বাদ করেছেন। আশা করি ওঁর এই আশীর্বাদের ফলে অন্তত আগামী পাঁচ দিন ভাল করে ঘুমোতে পারব।’’

মাঠে শান্তি বজায় রাখার প্রেরণাও কি পেলেন এই বৈঠক থেকে? স্মিথ বললেন, ‘‘উপলব্ধি করলাম, দিনের শেষে এটা একটা খেলা ছাড়া তো আর কিছুই না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Dalai Lama Steve Smith
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE