Advertisement
২০ মে ২০২৪
Sports News

আজলান শাহ হকিতে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে প্রথম হারের মুখ দেখতে হল ভারতীয় হকি দলকে। মঙ্গলবার মালয়েশিয়ার ইপোতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেলেন সর্দার সিংহরা।

ভারত বনাম অস্ট্রেলিয়া। ছবি: হকি ইন্ডিয়া।

ভারত বনাম অস্ট্রেলিয়া। ছবি: হকি ইন্ডিয়া।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০২ মে ২০১৭ ১৬:৫৪
Share: Save:

ভারত ১

অস্ট্রেলিয়া ৩

প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে প্রথম হারের মুখ দেখতে হল ভারতীয় হকি দলকে। মঙ্গলবার মালয়েশিয়ার ইপোতে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৩-১ গোলে হেরে গেলেন সর্দার সিংহরা।

ম্যাচ শুরুর ১৩ মিনিটের মধ্যেই চোট পেয়ে ভারতের গোলকিপার অধিনায়ক পিআর শ্রীজেশের ছিটকে যাওয়া ভারতীয় দলের জন্য বড় ধাক্কা ছিল। তাঁর জায়গায় নেমে বিশ্ব চ্যাম্পিয়নদের আটকাতে পারেননি আকাশ চিটকে। সঙ্গে ছিল ভারতীয় ফরোয়ার্ডদের একাধিক সুযোগ নষ্ট। এক গোল করে একটু হলেও ভরসা দিয়েছিলেন হরমনপ্রীত সিংহ। এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত তিন গোল করে ফেললেন হরমনপ্রীত। কিন্তু হার আটকাতে পারেননি। ম্যাচের ২৫ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু বেশিক্ষণ সেটা ধরে রাখতে ব্যর্থ ভারতের ডিফেন্ডাররা। ৪০ সেকেন্ডের মধ্যে ১-১ করে দেন এডি ওকেনদেন। দলের সহ-অধিনায়ক এসভি সুনীলের কার্ড দেখে বেরিয়ে যাওয়াটাও ভারতের জন্য বড় সেটব্যাক ছিল।

আরও খবর: বিরাটের কোলে এ কোন সেলেব কন্যা?

দ্বিতীয়ার্ধে আক্রমণ বাড়ায় অস্ট্রেলিয়া। শুরুতেই অস্ট্রেলিয়ার হয়ে ২-১ করেন টম ক্রেইগ। এর মধ্যেই গোলের সুযোগ চলে এসেছিল সর্দার সিংহ ও আকাশদীপ সিংহর সামনে। কিন্তু তা কাজে লাগেনি। ৫১ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে শেষ কাজটি করে যান টম উইকহ্যাম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey Azlan Shah Trophy India Vs Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE