Advertisement
০৫ মে ২০২৪
Badminton National Championship

সিন্ধুকে স্ট্রেট সেটে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন সাইনা

ই প্রথম নয় এর আগেও দু’বার মুখোমুখি হয়েছেন অলিম্পিকে পদক জয়ী এই দুই শাটলার। ২০১৪ সৈয়দ মোদী আন্তর্জাতিক মিটে এবং চলতি বছর ইন্ডিয়া সুপার সিরিজে। প্রথম লড়াইয়ে জিতেছিলেন সাইনা। দ্বিতীয়টাতে সিন্ধু।

দুর্দান্ত লড়াইয়ে পিভি সিন্ধুকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল।

দুর্দান্ত লড়াইয়ে পিভি সিন্ধুকে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন সাইনা নেহওয়াল।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৭ ১৮:১৬
Share: Save:

• সাইনার পক্ষে খেলার ফল ২৭-২৫।

• হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচ জিতে নিলেন সাইনা নেহওয়াল।

• দ্বিতীয় গেমে ২৫-২৪ পয়েন্টে এগিয়ে সাইনা।

• রুদ্ধশ্বাস দ্বিতীয় গেমে খেলার ফল ২৪-২৪।

• চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দ্বিতীয় গেমে খেলার ফল ২২-২২।

• দ্বিতীয় গেমে এগিয়ে গেলেন সাইনা। খেলার ফল ১৯-১৮।

• দ্বিতীয় গেমে ১৮-১৬ পয়েন্টে এগিয়ে সিন্ধু।

• সিন্ধুর পক্ষে খেলার ফল ১৪-১০।

• সাইনা নেহওয়াল বিরুদ্ধে দুরন্ত লড়াই চালাচ্ছেন পিভি সিন্ধুর।

• দ্বিতীয় গেমে ৯-৮ পয়েন্টে এগিয়ে গেলেন সাইনা।

• দারুণ ভাবে ফিরে এলেন সাইনা নেহওয়াল। দ্বিতীয় গেমে খেলার ফল ৬-৬।

• দ্বিতীয় গেমে ৪-৬ পয়েন্টে পিছিয়ে সাইনা।

• আক্রমণাত্মক ভঙ্গিতে দ্বিতীয় গেমে খেলা শুরু করলেন সিন্ধু।

• শুরু হল দ্বিতীয় গেমের খেলা।

• ফাইনালে ১-০ গেমে এগিয়ে গেলেন সাইনা নেহওয়াল।

• প্রথম গেম জিতে নিলেন সাইনা নেহওয়াল। খেলার ফল ২১-১৭।

• ফের এক বার ব্যবধান বাড়ালেন সইনা প্রথম গেমে খেলার ফল ২০-১৭।

• একের পর এক দুর্দান্ত কাউন্টারে প্রথম গেমে খেলার ফল ১৭-১৬।

• দুরন্ত ভাবে ফিরে এল সিন্ধু।

• দুর্দান্ত র‌্যালি। দারুণ ফুট ওয়ার্কের পরিচয় দিলেন দুই শাটলার। প্রথম গেমে ১৭-১০ পয়েন্টে গিয়ে সাইনা।

• প্রথম গেমে ১১-১৫ পয়েন্টে এগিয়ে সাইনা।

• একের পর এক অ্যাটাকে সিন্ধুকে ব্যাকফুটে পাঠাচ্ছেন সাইনা নেহওয়াল।

• ১১-৯ পয়েন্টে প্রথম গেমে এগিয়ে সাইনা।

• প্রথম গেমে লিড নিলেন সাইনা নেহওয়াল। প্রথম গেমে ১০-৭ এ এগিয়ে সাইনা।

• দুরন্ত লড়াই চালাচ্ছেন দুই প্রতিপক্ষ।

• এগিয়ে গেলেন সাইনা প্রথম গেমে খেলার ফল ৭-৬।

• প্রথম গেমে খেলার ফল ২-২।

• মিস করলেন পিভি সিন্ধু। প্রথম পয়েন্ট পেলেন সাইনা নেহওয়াল।

• প্রথম পয়েন্ট পেলেন পিভি সিন্ধু।

• কোর্টে নামলেন পিভি সিন্ধু এবং সাইনা নেহওয়াল।

বুধবার নাগপুরে জাতীয় ব্যাডমিন্টন ফাইনালের লড়াইয়ে মুখোমুখি দেশের দুই সেরা মহিলা শাটলার সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু। তবে, এই প্রথম নয় এর আগেও দু’বার মুখোমুখি হয়েছেন অলিম্পিকে পদক জয়ী এই দুই শাটলার। ২০১৪ সৈয়দ মোদী আন্তর্জাতিক মিটে এবং চলতি বছর ইন্ডিয়া সুপার সিরিজে। প্রথম লড়াইয়ে জিতেছিলেন সাইনা। দ্বিতীয়টাতে সিন্ধু। এখন দেখার জাতীয় ব্যাডমিন্টন ফাইনালে জিতে কে এ গিয়ে যেতে পারেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE