ডিসেম্বরের মাঝামাঝি এসেও শীতের দেখা নেই পশ্চিমবঙ্গে! ১৫-১৬ ডিগ্রির ঘরে ওঠানাম করছে কলকাতার পারদ। সকলের মনে একটাই প্রশ্ন, কবে থেকে জাঁকিয়ে শীত পড়বে? সেই আবহে আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। বরং চলতি সপ্তাহে আরও বাড়তে পারে তাপমাত্রা।
হাওয়া অফিস জানিয়েছে, অসম ও পার্শ্ববর্তী এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সঙ্গে উত্তর-পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমি ঝঞ্ঝা। বুধবারই নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তবে আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই। রাতে ও সকালের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লে তাপমাত্রা বাড়বে। কোনও কোনও জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। তবে রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই।
আরও পড়ুন:
চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে তাপমাত্রা একটু বাড়তে পারে। দিনের তাপমাত্রাও স্বাভাবিকের উপরেই থাকার সম্ভাবনা। মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় বুধবার ভোরে তাপমাত্রা সামান্য বেড়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রার ওঠানামা অব্যাহত। বুধবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি। পশ্চিমের জেলাগুলিতেও পারদ রয়েছে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। আগামী কয়েক দিনে তাপমাত্রার বড়সড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্ক থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরের পাঁচ জেলায় সমতলে তাপমাত্রা ৯ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৫-৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছোতে পারে। বুধবার ভোরে দার্জিলিঙে ৫.৫, কোচবিহারে ৯.৬, জলপাইগুড়িতে ১০.৭, আলিপুরদুয়ারে ৯, কালিম্পঙে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।