Advertisement
E-Paper

বান্ধবীর সঙ্গেও বিচ্ছেদ

ফর্মের পর এ বার বান্ধবীও সঙ্গ ছাড়লেন মারিও বালোতেলির। বিশ্বকাপের আগে এই বান্ধবীর জন্মদিনেই বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইতালির তারকা ফুটবলার। সোশ্যাল নেটওয়ার্কে বালোতেলি বলেছিলেন, “ও ‘হ্যাঁ’ বলেছে। আমার জীবনের সবচেয়ে বড় সম্মতি।” সেই বান্ধবী ফ্যানি নেগুশা নিজেই এ বার জানিয়ে দিয়েছেন, “মারিওর সঙ্গে সম্পর্ক শেষ।”

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০১৪ ০২:৪৫
তখন সুদিন। বান্ধবী নেগুশার সঙ্গে।

তখন সুদিন। বান্ধবী নেগুশার সঙ্গে।

ফর্মের পর এ বার বান্ধবীও সঙ্গ ছাড়লেন মারিও বালোতেলির।

বিশ্বকাপের আগে এই বান্ধবীর জন্মদিনেই বিয়ের প্রস্তাব দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইতালির তারকা ফুটবলার। সোশ্যাল নেটওয়ার্কে বালোতেলি বলেছিলেন, “ও ‘হ্যাঁ’ বলেছে। আমার জীবনের সবচেয়ে বড় সম্মতি।” সেই বান্ধবী ফ্যানি নেগুশা নিজেই এ বার জানিয়ে দিয়েছেন, “মারিওর সঙ্গে সম্পর্ক শেষ।”

জল্পনাটা ক’য়েক সপ্তাহ ধরেই চলছিল। এসি মিলান থেকে লিভারপুলে আসার পর এমনিতেই ফর্মের ধারেকাছে না থাকায় ‘সুপার মারিও’কে কম কটাক্ষ সহ্য করতে হচ্ছে না। ১৬ মিলিয়ন পাউন্ডে দল বদলের পর লিভারপুলের হয়ে চলতি মরসুমে এখনও পর্যন্ত সাফল্যের মুখ দেখেননি বালোতেলি। গোল পেয়েছেন মাত্র একটি। রবিবারই ইপিএলে কুইন্স পার্ক রেঞ্জার্সের বিরুদ্ধে তাঁর টিম ৩-২ জিতলেও গোল করতে ফের ব্যর্থ তিনি। ফর্মের এই খরার পিছনে ব্যক্তিগত জীবনের অশান্তিই দায়ী বলে জল্পনা চলছিল।

নেগুশার কথায় তাঁর অনেকটাই সত্যি বলে প্রমাণ হয়ে গেল। বালোতেলির সদ্য প্রাক্তন বেলজিয়ান বান্ধবী বলে দেন, “মারিও আর আমার মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছে সেটা নিশ্চিত।” এর আগেও দু’জনের মধ্যে সমস্যা হয়নি তা নয়। বিয়ের প্রস্তাব পাওয়ার আগে নেগুশা নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি ‘সিঙ্গল’। তার পর অবশ্য সব মিটমাট হয়ে গিয়েছিল। কিন্তু এ বার আর সেটা হওয়ার নয়, তা ২৪ বছর বয়সি বেলজিয়ান মডেলের কথাতেই পরিষ্কার।

অবশ্য বিচ্ছেদ হলেও বালোতেলির সঙ্গে তাঁর কোনও ঝামেলা নেই সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি, “আমাদের মধ্যে কোনও ঝগড়াঝাটি নেই। মারিওকে ওর জীবন আর ফুটবল কেরিয়ারের জন্য অনেক শুভেচ্ছা।” সঙ্গে তিনি যোগ করেন, “কাউকে ভালবাসলে সম্পর্ক টেকেনি বলে তো আর তাঁকে ঘৃণা করা যায় না। ওর জন্য আমি প্রচণ্ড হতাশ হলেও মারিওর খারাপ চাইতে পারব না। যদি আমাকে কখনও প্রয়োজন হয় ওর, বন্ধু হিসেবে সব সময় থাকব সেখানে।”

কিন্তু কেন ভাঙল তাঁদের সম্পর্ক? তারকা ফুটবলারের বান্ধবী হওয়ার চাপটা কি রাখতে পারলেন না নেগুশা? “এ ভাবে প্রচারের আলোয় থাকার ব্যাপারে আমি তৈরি ছিলাম না। প্রথম প্রথম যখন আমার ছবি বিভিন্ন জায়গায় দেখতাম ভালই লাগত। মনে হত এত আগ্রহ আমায় ঘিরে! বেশ ব্যাপার তো! কিন্তু পরে এটাই বিরক্তিতে দাঁড়িয়ে গিয়েছিল। সব সময় কী পরছি, কোথায় যাচ্ছি, কেমন দেখতে লাগছে আমায়, এ সব নিয়ে সতর্ক থাকতে হত। যেটা আমার কাছে বিরাট চাপের হয়ে উঠেছিল।”

বেলজিয়াম মিডিয়ায় দেওয়া সাক্ষাত্‌কারে এর পর যেন একটু হতাশাই ঝরে পড়ে নেগুশার কথায়, “আমার জীবনে প্রথম গভীর প্রেম মারিও। আশা করছি এর পর আরও একটা গভীর প্রেম আমার জন্য অপেক্ষা করবে। বয়সের দিক থেকে এখনও আমি তরুণী, একদিন আমিও বিয়ে করতে চাই, বাচ্চা চাই, এর থেকে বেশি আর কী চাইতে পারি?”

ফ্যানির সাক্ষাত্‌কার প্রকাশ হওয়ার আগেই আবার ইতালির তারকা স্ট্রাইকার ‘ম্যাচে নামার আগে যৌনক্রীড়া’ নিয়ে মন্তব্য করে আর এক বিতর্কে জড়িয়েছিলেন। যার পর বালোতেলিকে নিজেকেই বিতর্ক মেটাতে বলতে হয়, “আমি নাকি বলেছি ম্যাচে নামার তিন-চার ঘণ্টা আগে যৌনমিলন হলে সেটা মাঠে আমার জন্য দারুণ কাজে দেয়। কিন্তু বিশ্বাস করুন, ম্যাচে নামার চার ঘণ্টা আগে যৌনক্রীড়ায় মজে থাকলে আমি ম্যাচেই নামতে পারব না। কেউই হয়তো পারবে না। তাই এ সব শুনে হাসি পাচ্ছে।”

বিশ্ব ফুটবলের ‘ব্যাড বয়ের’ সময়টাই সত্যি খারাপ যাচ্ছে!

baloteli liverpool separation from girlfriend broke up girlfriend sports news football Fanny Neguesha online sports news
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy