আইএসএলে এই মরসুমে এটিকের হয়ে ১৫ ম্যাচে মাত্র একটি গোল করায় ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছিল বলবন্ত সিংহের। সুপার কাপে নাটকীয় প্রত্যাবর্তনে সমালোচনার জবাব দিলেন তিনি।
শুক্রবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে ১৫ মিনিটে সাজিদ ধুতের গোলে এগিয়ে যায় দিল্লি ডায়নামোজ এফসি। ২৩ মিনিটে সমতা ফেরান বলবন্ত। ২৮ মিনিটে এটিকে-কে এগিয়ে দেন ম্যানুয়েল লানসারোতে। ৩৪ মিনিটে ফের গোল করেন বলবন্ত। কিন্তু এক মিনিটের মধ্যে ব্যবধান কমান ড্যানিয়েল লালহিমপুইয়া। দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ছয় মিনিটের মধ্যেই হ্যাটট্রিক সম্পূর্ণ করেন বলবন্ত। ম্যাচের সেরা হন তিনি। সুপার কাপের প্রথম ম্যাচেও রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে এটিকে-কে এগিয়ে দিয়েছিলেন বলবন্ত। এ দিন করলেন হ্যাটট্রিক। অর্থাৎ, দু’ম্যাচে চার গোল হয়ে গেল ভারতীয় স্ট্রাইকারের। ৭২ মিনিটে নন্দ কুমার ব্যবধান কমালেও হার বাঁচাতে পারেননি। ম্যাচের পরে উচ্ছ্বসিত বলবন্ত বলেছেন, ‘‘হ্যাটট্রিক ভাল লাগছে। তবে শেষ পর্যন্ত প্রচণ্ড চাপে ছিলাম আমরা। এ বার লক্ষ্য সেমিফাইনালেও এই ছন্দ ধরে রাখা।’’
দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯
ঘুরে দাঁড়াতে মরিয়া এফসি গোয়া এবং জামশেদপুর এফসি-ও। আইএসএলে ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি গোয়া। পঞ্চম স্থানে শেষ করেছিল সুব্রত পাল-রা। তবে এই মরসুমে জামশেদপুরকে কখনও হারাতে পারেনি রানার্স গোয়া। প্রথম পর্বে ১-৪ বিধ্বস্ত হয়েছিলেন ফেরান কোরোমিনাসরা। দ্বিতীয় পর্বে ঘরের মাঠে গোলশূন্য ড্র করেন তাঁরা।
শনিবার সুপার কাপে: এফসি গোয়া বনাম জামশেদপুর এফসি (রাত ৮.৩০, স্টার স্পোর্টস থ্রি চ্যানেলে)।