টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। সেই হারের জ্বালার উপর নুন ছড়াল স্কটল্যান্ড। সাংবাদিক বৈঠকে মাহমুদুল্লাহকে চুপ করিয়ে দিল স্কটিশ সমর্থকরা। মঙ্গলবার ওমানের বিরুদ্ধে নামার আগে স্কটিশ খোঁচা শাকিব আল হাসানদের।
সোমবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে স্কটল্যান্ড। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ সাংবাদিক বৈঠকে কথা বলতে শুরু করতেই বাইরে থেকে স্কটিশ সমর্থকদের চিৎকার। চুপ করে যেতে হল বাংলাদেশের অধিনায়ককে। টুইটারে সেই ভিডিয়ো দিয়ে স্কটল্যান্ড লেখে, ‘চেষ্টা করব পরের বার আসতে গান করতে।’
Sorry we will keep it down next time 😬🏴 pic.twitter.com/WRPQF9fK7W
— Cricket Scotland (@CricketScotland) October 18, 2021
আরও পড়ুন:
দলের ব্যাটিং বিপর্যয় নিয়ে কথা বলছিলেন মাহমুদুল্লাহ। মাঠে যে ভাবে বাংলাদেশের ব্যাটারদের চুপ করিয়ে দিয়েছিল স্কটল্যান্ডের বোলাররা, সেই ভাবে যেন মাঠের বাইরেও অধিনায়ককে চুপ করিয়ে রাখলেন সমর্থকরা। সেই পোস্টের নীচে একটি মন্তব্যও করে স্কটল্যান্ড। তাতে লেখা, ‘মাহমুদুল্লাহকে কৃতিত্ব দিতেই হবে শান্ত থাকার জন্য।’
মঙ্গলবার ওমানের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। টি২০ বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে হলে এই ম্যাচে জিততেই হবে মাহমুদুল্লাহদের।