টি২০ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। সেই হারের জ্বালার উপর নুন ছড়াল স্কটল্যান্ড। সাংবাদিক বৈঠকে মাহমুদুল্লাহকে চুপ করিয়ে দিল স্কটিশ সমর্থকরা। মঙ্গলবার ওমানের বিরুদ্ধে নামার আগে স্কটিশ খোঁচা শাকিব আল হাসানদের।
সোমবার নেটমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে স্কটল্যান্ড। তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের অধিনায়ক মাহমুদুল্লাহ সাংবাদিক বৈঠকে কথা বলতে শুরু করতেই বাইরে থেকে স্কটিশ সমর্থকদের চিৎকার। চুপ করে যেতে হল বাংলাদেশের অধিনায়ককে। টুইটারে সেই ভিডিয়ো দিয়ে স্কটল্যান্ড লেখে, ‘চেষ্টা করব পরের বার আসতে গান করতে।’