Advertisement
২২ মে ২০২৪

রাবাদা দারুণ বোলার কে বলল, তোপ নাসিরের

একটা হারের ধাক্কায় ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় ইতিহাসের ধুলোভরা পাতায় ঢুকে পড়ব-পড়ব করছে! দক্ষিণ আফ্রিকার কাছে শুক্রবারের হারে বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। রবিবাসরীয় যুদ্ধ যদি জিতে যায় হাসিম আমলার দক্ষিণ আফ্রিকা, তা হলে শেষ ওয়ান ডে-টা হয়ে দাঁড়াবে স্রেফ নিয়মরক্ষার শুকনো একটা ক্রিকেট ম্যাচ। বাঙালি ক্রিকেট গত মাসে যতটা এগিয়েছিল, হয়তো তার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হবে।

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ১৭:১০
Share: Save:

একটা হারের ধাক্কায় ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয় ইতিহাসের ধুলোভরা পাতায় ঢুকে পড়ব-পড়ব করছে!

দক্ষিণ আফ্রিকার কাছে শুক্রবারের হারে বাংলাদেশের সামনে এখন সিরিজ বাঁচানোর লড়াই। রবিবাসরীয় যুদ্ধ যদি জিতে যায় হাসিম আমলার দক্ষিণ আফ্রিকা, তা হলে শেষ ওয়ান ডে-টা হয়ে দাঁড়াবে স্রেফ নিয়মরক্ষার শুকনো একটা ক্রিকেট ম্যাচ। বাঙালি ক্রিকেট গত মাসে যতটা এগিয়েছিল, হয়তো তার চেয়ে অনেকটাই পিছিয়ে পড়তে হবে।

ইতিমধ্যেই বাংলাদেশের ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে প্রথম ম্যাচের যুদ্ধনীতি নিয়ে। গত ন’মাস পাঁচ বোলারের ছকে সাফল্য আসা সত্ত্বেও হঠাৎ কেন আট ব্যাটসম্যান বোঝাই দল নামানো হল, সেই প্রশ্নের উত্তরে ওয়ান ডে অধিনায়ক মাশরফি মর্তুজা বলেছেন, টিমের আত্মবিশ্বাস টেনে তুলতেই নাকি এই স্ট্র্যাটেজি। কিন্তু তাতে আত্মবিশ্বাস বাড়ার বদলে মুখ থুবড়ে পড়তে হয়েছে। অভিষেকে ছ’উইকেট তুলে সাড়া ফেলে দেওয়া কাগিসো রাবাদার ‘সৌজন্যে’।


বিধ্বংসী রাবাদা।

রবিবার ম্যাচের আগে স্বাভাবিক ভাবেই দেশের ক্রিকেট-আলোচনায় বারবার উঠে আসছে তরুণ দক্ষিণ আফ্রিকানের প্রসঙ্গ। কিন্তু রাবাদাকে বাড়তি গুরুত্ব দিতে চায় না মর্তুজার টিম। নাসির হোসেন তো সাফ-সাফ বলেই দিয়েছেন, রাবাদা মোটেই দুর্ধর্ষ বোলার নন। ‘‘ওর উইকেটগুলো ভাল করে দেখলে বুঝতে পারবেন, কিছু উইকেট সফ্‌ট ডিসমিসাল ছিল। যেমন লিটন বা সৌম্যর উইকেটদুটো। একজন বোলার ছ’উইকেট পেতেই পারে। তাতে চিন্তার কী আছে? মনে হয় না ও তেমন আহামরি বোলার যাকে আমরা সামলাতে পারব না,’’ এ দিন সাংবাদিক সম্মেলনে বলেছেন নাসির।

তবে তাঁদের টিমের বেশ কয়েকটা জায়গায় যে ভুল হচ্ছে, সেটা মেনে নিচ্ছেন নাসির। এবং বলে দিচ্ছেন, রবিবার সেই ভুলত্রুটিগুলো শুধরে নিতেই হবে। ‘‘দক্ষিণ আফ্রিকাকে হারানোর ক্ষমতা আমাদের আছে। আমরা ঠিকঠাক খেলতে পারছি না। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ভাল খেললেই ওদের হারানো যাবে।’’

জুম্মাবারের ভুল রবিবাসরীয় যুদ্ধে শোধরানো যায় কি না, বাংলার ব্যাঘ্র গর্জন ফের ছড়িয়ে পড়ে কি না, এখন সেটাই দেখার।

ছবি: এএফপি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE