Advertisement
২৬ এপ্রিল ২০২৪

রেকর্ডের হাতছানি বাঘবাহিনীর সামনে

আর মাত্র একটা ম্যাচ। সেটাতে বাজিমাত করতে পারলেই আরও একটা নতুন রেকর্ডের হাতছানি! এই মুহূর্তে বাঘ আর সিংহবাহিনী ১-১-এ দাঁড়িয়ে। প্রথম ওয়ানডের পর যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তাতে আশার মাত্রা আরও বহুগুণ বেড়ে গিয়েছে বুধবারের সিরিজের শেষ ম্যাচকে ঘিরে।

অনুশীলনে বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি: এএফপি।

অনুশীলনে বাংলাদেশি ক্রিকেটাররা। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ জুলাই ২০১৫ ১৩:৪৮
Share: Save:

আর মাত্র একটা ম্যাচ। সেটাতে বাজিমাত করতে পারলেই আরও একটা নতুন রেকর্ডের হাতছানি! এই মুহূর্তে বাঘ আর সিংহবাহিনী ১-১-এ দাঁড়িয়ে। প্রথম ওয়ানডের পর যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ তাতে আশার মাত্রা আরও বহুগুণ বেড়ে গিয়েছে বুধবারের সিরিজের শেষ ম্যাচকে ঘিরে। টগবগ করে ফুটছে মাশরাফির দল। দেশের মাটিতে পর পর নিউজিল্যান্ড, পাকিস্তান, ভারতকে যে দুরমুশ করেছে তাঁরা, প্রোটিয়াদের সেই পথই দেখানোর জন্য মুখিয়ে রয়েছে গোটা বাংলাদেশ। অন্য দিকে, প্রোটিয়ারাও যে শেষ ম্যাচ বাঁচানোর লড়াইয়ে ওই নামবে সেটা বলাইবাহুল্য। কিন্তু এতে দমতে নারাজ সাকিবরা। দ্বিতীয় ওয়ানডে-তে যে ভাবে চোখে চোখ রেখে প্রোটিয়াদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ‘বাঘের বাচ্চারা’ তা প্রশংসার যোগ্য।

মর্যাদা রক্ষার লড়াইয়ে সোমবারই চট্টগ্রামে পৌঁছে গিয়েছেন মাশরাফি-সৌম্যরা। বুধবারের এই ম্যাচকে ঘিরে বাংলাদেশে যেন মহোত্সবের চেহারা নিয়েছে। বাংলাদেশিদের এই মুহূর্তে একটাই মন্ত্র…প্রোটিয়া হারাও, সিরিজ পাও…।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE