বছরশেষের মুখে এসে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ঘিরে ব্যস্ত তৃণমূল সর্বস্তরের নেতা-কর্মীরা। এই আবহেই বছরের শেষে বড়সড় রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আগামী ৩০ ডিসেম্বর বাঁকুড়া জেলার বড়জোড়া কলেজ মাঠে একটি জনসভা করবেন তিনি। তবে সেই সফরে গিয়ে মমতা আদৌ কোনও প্রশাসনিক সভা বা বৈঠক করবেন কি না, তা জানায়নি নবান্ন।
এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে বাঁকুড়া জেলা তৃণমূলের অন্দরে। জেলা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার গোটা বিষয়টি নিয়ে বৈঠকে বসতে চলেছেন বাঁকুড়া জেলা তৃণমূল নেতৃত্ব। সভায় বিপুল জমায়েতের লক্ষ্য স্থির করা হয়েছে দলের তরফে। উল্লেখযোগ্য ভাবে, বড়জোড়া এলাকা বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত। গত লোকসভা নির্বাচনে এই আসনে মাত্র পাঁচ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিল তৃণমূল। জয়ী হন বিজেপির সৌমিত্র খাঁ। ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে ওই লোকসভা এলাকার সমস্ত বিধানসভা আসন দখলের লক্ষ্যেই সংগঠনকে আরও মজবুত করতে চাইছেন রাজ্য নেতৃত্ব।
আরও পড়ুন:
এ দিকে, ১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। বিধানসভা নির্বাচন সামনে থাকায় এ বছর প্রতিষ্ঠা দিবসের রাজনৈতিক গুরুত্ব অনেকটাই বেড়েছে বলে দাবি দলের এক শীর্ষনেতার। তাঁর মতে, বড়জোড়ার সভা থেকেই আগামী দিনের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করতে পারেন মুখ্যমন্ত্রী।