টাইগারেরে আরোগ্য কামনায় গোটা বিশ্ব। ফাইল চিত্র
বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়লেন টাইগার উডস। তাঁর পায়ের একাধিক জায়গায় বড় চোট লেগেছে। বেশ কয়েকটি হাড় ভেঙেছে। তাই এই কিংবদন্তি গল্ফারের আরোগ্য কামনায় বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে মাইক টাইসনের মত ব্যাক্তিত্বরা।
আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, “তুমি সত্যিকারের চ্যাম্পিয়ন। দ্রুত ফিরে এসো।” আমেরিকার আর এক প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা লিখলেন, “টাইগার জানি তুমি দ্রুত ফিরে আসবে। তোমার পরিবারের পাশে আছি।” কিংবদন্তি বক্সার মাইক টাইসন লিখেছেন, “টাইগার তুমি শুধু নামে নও। তুমি খেলার জগতেও আক্ষরিক অর্থে টাইগার। দ্রুত ফিরে এসো।”
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৭টা ১২ মিনিটে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে লস অ্যাঞ্জেলস কাউন্টি শেরিফের দফতর। রোলিং হিলস এস্টেট সীমান্তে উডসের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ব্ল্যাকহর্স রোডের হাউথর্ন বুলেভার্ড দিয়ে উত্তর দিকে যাচ্ছিল উডসের গাড়ি। তখনই গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। উডস নিজেই গাড়ি চালাচ্ছিলেন। উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ এই খবর জানিয়েছিলেন।
Sending my prayers to @TigerWoods and his family tonight—here’s to a speedy recovery for the GOAT of golf. If we’ve learned anything over the years, it’s to never count Tiger out.
— Barack Obama (@BarackObama) February 24, 2021
Statement from Donald J. Trump, 45th President of the United States of America:
— Jason Miller (@JasonMillerinDC) February 23, 2021
“Get well soon, Tiger. You are a true champion!”
Fight @tigerwoods like the champion you are for your kids and the world. Love and prayers
— Mike Tyson (@MikeTyson) February 23, 2021