Advertisement
২০ মে ২০২৪

রোনাল্ডোর দাবি ওড়াল বার্সেলোনা

ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগেই রিয়াল ছাড়ার মূল্য কমানোর (এগজিট ক্লজ) জন্য রোনাল্ডো তাঁর আইনজীবীকে বলেছিলেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৭ ০৩:১৯
Share: Save:

ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েই বার্সেলোনার কাছে গার্ড অব অনার দাবি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জানিয়েছিলেন, লা লিগার এল ক্লাসিকোয় বার্সেলোনার উচিত রিয়ালকে এই সম্মান দেওয়া। কিন্তু রোনাল্ডোর দাবি উড়িয়ে দিলেন বার্সেলোনা ডিরেক্টর গুইলেরমো আমোর। তিনি বলেছেন, ‘‘দু’টো দল একই টুর্নামেন্টে অংশ নিলেই গার্ড অব অনার দেওয়া হয়। তাই রিয়ালকে এই সম্মান দেওয়ার প্রশ্নই ওঠে না।’’

রোনাল্ডোর দাবি বার্সেলোনা প্রেসিডেন্ট খারিজ করে দিয়েছেন। প্রশ্ন উঠছে রিয়াল মাদ্রিদ কর্তারাও কি তাঁর নতুন দাবি মেনে নেবেন? ক্লাব বিশ্বকাপ ফাইনালের আগেই রিয়াল ছাড়ার মূল্য কমানোর (এগজিট ক্লজ) জন্য রোনাল্ডো তাঁর আইনজীবীকে বলেছিলেন। ওয়াকিবহাল মহলের মতে, রিয়াল ছাড়ার পথ খোলা রাখতে চান তিনি। স্প্যানিশ সংবাদ মাধ্যমের দাবি, রিয়াল কর্তাদের রোনাল্ডো জানিয়ে দিয়েছেন, তাঁকে রাখতে হলে অর্থের পরিমাণ বাড়াতে হবে। তবে সি আর সেভেনের এই দাবি কতটা মানবেন রিয়াল কর্তারা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কারণ, ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেস প্রকাশ্যেই নেমার দ্য সিলভা স্যান্টোস (জুনিয়র)-কে নিয়ে তাঁর আগ্রহের কথা জানিয়েছেন। রিয়াল অধিনায়ক সের্জিও র‌্যামোস অবশ্য রোনাল্ডোকে কিংবদন্তি, আখ্যা দিয়ে বলছেন, ‘‘বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার রোনাল্ডো। সাত নম্বর জার্সি গায়ে ওর মতো স্ট্রাইকার আমি আগে কখনও দেখিনি।’’

রিয়ালে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনার মধ্যেই লা লিগার এল ক্লাসিকোয় রোনাল্ডোর খেলা নিয়ে জল্পনা শুরু হয়ে গেল। একটি স্প্যানিশ সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সি আর সেভেন অবশ্য বলেছেন, ‘‘আমার মাংসপেশিতে চোট রয়েছে। তবে আমি নিশ্চিত, এল ক্লাসিকোর আগে সুস্থ হয়ে উঠব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Barcelona Cristiano Ronaldo Football Real Madrid
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE