Advertisement
১৯ মে ২০২৪

বার্সা রাজপুত্রের মুকুটে নতুন পালক, মেসি অপরাজিত ৫০০

ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গত সপ্তাহে হারের দুঃস্বপ্ন ভুলে নতুন উৎসবে মাতলেন বার্সেলোনা ভক্তরা। ক্লাবের নীল-লাল জার্সিতে লিওনেল মেসির পাঁচশো গোলের উৎসব। রবিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে বার্সার ২-১ জয়ের ম্যাচে মেসি নজির যেমন গড়লেন, তেমনই লুইস সুয়ারেজকে বাড়ালেন দ্বিতীয় গোলের পাসটাও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৬ ০৩:২৪
Share: Save:

ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে গত সপ্তাহে হারের দুঃস্বপ্ন ভুলে নতুন উৎসবে মাতলেন বার্সেলোনা ভক্তরা।

ক্লাবের নীল-লাল জার্সিতে লিওনেল মেসির পাঁচশো গোলের উৎসব।

রবিবার লা লিগায় সেভিয়ার বিরুদ্ধে বার্সার ২-১ জয়ের ম্যাচে মেসি নজির যেমন গড়লেন, তেমনই লুইস সুয়ারেজকে বাড়ালেন দ্বিতীয় গোলের পাসটাও। ম্যাচের আগেই অবশ্য ‘মেসি-মুগ্ধ’ সেভিয়ার কোচ জর্জ সাম্পাওলি পরিষ্কার করে দিয়েছিলেন তাঁরা কতটা আতঙ্কে আছেন। চিলির কোপা আমেরিকাজয়ী প্রাক্তন কোচ বলেন, ‘‘দুটো ব্যালন ডি’অর থাকা উচিত বলে মনে হয় আমার। একটা মেসির। আর একটা বাকি ফুটবলারদের জন্য। কেননা মেসি উঠে আসার পর থেকে বাকি সবার থেকে ওর অবস্থান অনেক উপরে।’’ ম্যাচের পরেও তাঁর মন্তব্য খুব একটা বদলায়নি, ‘‘মেসি যদি কিছু ঠিক করে নামে, তা হলে ও সেটা করেই ছাড়ে। রোখা যায় না।’’

পোড়খাওয়া কোচ সাম্পাওলির দল অবশ্য মাঠে বার্সার উৎসবের রঙ ফিকে করে দিতেই পারত। কারণ প্রথমার্ধের গোড়ার দিকে ভিতোলো এগিয়ে দিয়েছিলেন সেভিয়াকে। কিন্তু সেভিয়া কোচের আতঙ্কই সত্যি প্রমাণ করে দেন মেসি। বিরতির ঠিক আগে নেইমারের পাস থেকে বিপক্ষ জালে বল ঠেলে। যে গোলের সঙ্গে সঙ্গেই সরকারি আর ফ্রেন্ডলি ম্যাচ মিলিয়ে ৫০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলেন বার্সেলোনার রাজপুত্র। ক্লাবের হয়ে ৫৯২ ম্যাচ খেলে। তবে নজিরের পাশাপাশি বিতর্কিত হলুদ কার্ডও দেখেন আর্জেন্তিনীয় মহাতারকা। দ্বিতীয়ার্ধে বিপক্ষের ট্যাকলে মেসির বুট খুলে যায়। কিন্তু ঘটনার পরে রেফারির মনে হয়, বুট পায়ে গলাতে মেসি সময় নষ্ট করছেন। হলুদ কার্ড দেখান।


পাঁচশো গেলের ম্যাচেও বিতর্ক। বিপক্ষের ট্যাকলে খুলে যাওয়া বুট পরতে দেরি করায় হলুদ কার্ড দেখতে হল মেসিকে। ছবি: রয়টার্স

সুয়ারেজকে গোলের পাসটা বাড়ান মেসি দ্বিতীয়ার্ধের মাঝামাঝি। বার্সা তৃতীয় গোলটাও সেরে ফেলতে পারত। কিন্তু সেভিয়া গোলকিপার সের্জিও রিকো দুরন্ত ভাবে আটকে দেন সুয়ারেজের গোলমুখী শট। ম্যাচের পর উরুগুয়ের স্ট্রাইকার আবার প্রশংসা আর সমালোচনা দুটোরই মুখে পড়েন। সমালোচনা হলুদ কার্ড দেখার জন্য। পরপর দু’ম্যাচে কার্ড দেখায় বার্সার পরের ম্যাচে মালাগার বিরুদ্ধে সুয়ারেজ নামতে পারবেন না। তিনি অবশ্য বলেছেন, এটা এক দিক থেকে ভালই হয়েছে। এতে বার্সা পরের ম্যাচে সোসিয়েদাদের বিরুদ্ধে ফের ‘ক্লিনশিট’ নিয়ে নামতে পারবেন।

সুয়ারেজের যে মন্তব্যে অনেক বার্সা ভক্তের মনে হচ্ছে, হয়তো ইচ্ছে করেই কার্ড দেখেছেন তিনি। পাশাপাশি অবশ্য সোশ্যাল মিডিয়ায় সুয়ারেজের প্রশংসাও হচ্ছে। সেভিয়া ম্যাচে নামার আগে বিমানবন্দরে সুয়ারেজ এক খুদে ভক্তকে কথা দিয়েছিলেন ম্যাচ-জার্সিটা উপহার দেবেন। বার্সেলোনা ফেরার পথে বিমানবন্দরে কথা রাখতে দেখা যায় উরুগুয়ে তারকাকে। সোশ্যাল মিডিয়ায় যে ছবি মেসির পাঁচশো গোলের উৎসবের পাশাপাশি হিট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE