দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (সিএমইআরআই)-এ চাকরির সুযোগ। সম্প্রতি এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে কেন্দ্রের কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) অধীনস্থ এই প্রতিষ্ঠানের তরফে। জানানো হয়েছে, প্রতিষ্ঠানে গ্রুপ ২-এর টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন জানাতে হবে প্রার্থীদের।
প্রতিষ্ঠানে ফিটার, ইলেকট্রিশিয়ান বা মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক বা ইনস্ট্রুমেন্ট মেকানিক এবং ডিজিটাল ফোটোগ্রাফার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ ২০টি। নিযুক্তদের প্রথম এক বছর ‘প্রোবেশন’-এ রাখা হবে।
আরও পড়ুন:
-
প্রযুক্তির সাহায্যে সহজেই হচ্ছে আর্থিক লেনদেন! কোন কোর্স থেকে শেখা যায় খুঁটিনাটি? খরচ কত?
-
বিশেষজ্ঞ চিকিৎসক হওয়ার লক্ষ্যে পড়াশোনায় আগ্রহী! এমস ও অন্য প্রতিষ্ঠানের জন্য কাউন্সেলিং কবে?
-
গবেষক খুঁজছে কল্যাণীর এনআইবিএমজি, প্রকল্পের জন্য অর্থ জোগাবে কেন্দ্রীয় মন্ত্রক
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে খোঁজ গবেষকের, কোন যোগ্যতায় আবেদন করা যাবে?
বিভিন্ন পদে আবেদনকারীদের বয়স ২৮ বছরের মধ্যে হওয়া জরুরি। সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় থাকবে। নিযুক্তদের পারিশ্রমিক হবে মাসে ৩৭,০০০ টাকা। যোগ্যতার বাকি মাপকাঠি বিজ্ঞপ্তিতে বিশদ জানানো হয়েছে।
প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্টের মাধ্যমে সংশ্লিষ্ট পদগুলিতে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহীরা প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়েই সমস্ত নথি-সহ আবেদন করতে পারবেন। আগামী ২১ জানুয়ারি আবেদনের শেষ দিন। নিয়োগের শর্তাবলি বিস্তারিত জানার জন্য প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে হবে।