Advertisement
০৬ মে ২০২৪

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল বার্সেলোনা, বিদায় সিটিরও

রোমার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে ০-৩ হারলেন লিয়োনেল মেসিরা। ফলে দু’পর্ব মিলিয়ে ৪-৪ স্কোর হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল রোমা।

বিধ্বস্ত: এ ভাবে হেরে যাবেন যেন বিশ্বাসই হচ্ছে না মেসির। ছবি: টুইটার 

বিধ্বস্ত: এ ভাবে হেরে যাবেন যেন বিশ্বাসই হচ্ছে না মেসির। ছবি: টুইটার 

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ এপ্রিল ২০১৮ ০৪:২২
Share: Save:

চ্যাম্পিয়ন্স লিগে কোর্য়াটার ফাইনালেই থেমে গেল বার্সেলোনা!

রোমার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে ০-৩ হারলেন লিয়োনেল মেসিরা। ফলে দু’পর্ব মিলিয়ে ৪-৪ স্কোর হলেও অ্যাওয়ে গোলের সুবাদে সেমিফাইনালে ওঠা নিশ্চিত করে ফেলল রোমা। অবিশ্বাস্য ভাবে প্রত্যাবর্তন করল রোমা। প্রথম পর্বে তিন গোলেরও বেশি হজম করেও টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার কৃতিত্ব দেখাল ইতালির ক্লাবটি। তাদের দুরন্ত প্রত্যাবর্তন এডিন জেকো, দানিয়েলে দি রসি এবং কোস্তাস মানোলাসের গোলে।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিল ম্যা়ঞ্চেস্টার সিটিও। লিভারপুলের বিরুদ্ধে দ্বিতীয় পর্বে ১-২ হারল তারা। দু’পর্ব মিলিয়ে লিভারপুল জিতল ৫-১।

বার্সেলোনার যখন এই অবস্থা তখন লা লিগা বা কোপা দেল রে জয়ের স্বপ্ন এই মুহূর্তে নেই। বদলে রিয়াল মাদ্রিদ সমর্থকরা এই মুহূর্তে স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন্স লিগে ‘ট্রায়ো ডেসিমা’ (১৩ বার জয়) করার জন্য।

আর তা করার জন্য রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান-সহ সমর্থকরা তাকিয়ে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দিকে। গত সপ্তাহেই তুরিনে গিয়ে জুভেন্তাসের বিরুদ্ধে প্রথম পর্বের কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করে ও মার্সেলোকে দিয়ে গোল করিয়ে ৩-০ জিতিয়ে এনেছেন রিয়াল মাদ্রিদকে। যার মধ্যে রয়েছে ঐশ্বরিক ‘বাইসাইকেল ভলি’-তে তাঁর দুনিয়া কাঁপানো গোল। যার সুবাদে চ্যাম্পিয়ন্স লিগে টানা দশ ম্যাচ গোল করে পিছনে ফেলেছেন রুদ ভান নিস্তেলরুই-কে। কিন্তু এ বার দ্বিতীয় পর্বে নিজেদের ঘরের মাঠ সান্তিয়াগো বের্নাবাউয়ে রোনাল্ডোর লড়াই নিজের সঙ্গে। চ্যাম্পিয়ন্স লিগে এ বার রিয়াল মাদ্রিদের এই পর্তুগিজ তারকার গোলের সংখ্যা ১৪। এর আগে ২০১৫-১৬ মরসুমে তিনি গোল করেছিলেন ১৬ টি। আর ২০১৩-১৪ মরসুমে ১৭ টি। ঘরের মাঠে সেই সংখ্যাকে ছাপিয়ে যেতে পারবেন কি রোনাল্ডো?

যার উত্তরে রিয়াল ম্যানেজার জিনেদিন জিদান বলছেন, ‘‘ক্রিশ্চিয়ানোর মতো গোল করতে কেউ পারে না। ক্রিশ্চিয়ানো ছাড়া রিয়াল মাদ্রিদ দল ভাবাই যায় না। তবে প্রথম পর্বের ম্যাচ নিয়ে ভাবছি না। ঘরের মাঠেও বুধবার ম্য়াচটা জিতে সেমিফাইনালে যেতে চাই আমরা। কারণ ছেলেদের লক্ষ্য তেরোতম চ্যাম্পিয়ন্স লিগটা ঘরে আনা।’’

বুধবার

চ্যাম্পিয়ন্স লিগ: রিয়াল মাদ্রিদ বনাম জুভেন্তাস (খেলা শুরু রাত সোয়া বারোটা)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE