Advertisement
E-Paper

ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়লেন বাস্তিয়ান

গত বছরই জাতীয় দলের জার্সি খুলে রেখেছিলেন। এ বার ছাড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ দিলেন এমএলএস দল শিকাগো ফায়ারে। দুই ক্লাবই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। ৪৫ লাখ ডলারে শিকাগোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগার।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ মার্চ ২০১৭ ১৯:২২
বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। ছবি: রয়টার্স।

বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। ছবি: রয়টার্স।

গত বছরই জাতীয় দলের জার্সি খুলে রেখেছিলেন। এ বার ছাড়লেন ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ দিলেন এমএলএস দল শিকাগো ফায়ারে। দুই ক্লাবই এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে। ৪৫ লাখ ডলারে শিকাগোর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন বাস্তিয়ান সোয়াইনস্টাইগার। নতুন ক্লাবে নাম লিখিয়ে তিনি বলেন, ‘‘আমার পুরো ফুটবল জীবনে আমি এটাই চেষ্টা করেছি সেখানে গিয়ে খেলতে যেখানে নিজের একটা সদর্থক প্রভাব রাখা যাবে। আমার শিকাগো ফায়ারে যাওয়াটা আলাদা কোনও ব্যাপার নয়। ক্লাবের জেনারেল ম্যানেজারের সঙ্গে কথা বলে ভাল লেগেছে। ওদের লক্ষ্য, দর্শন আমাকে প্রভাবিত করেছে। আমি ওদের সাহায্য করতে চাই।’’

আরও খবর: কোচ বাতিল, খুনের হুমকি লেস্টার স্ট্রাইকারকে

এই মরসুমে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে তেমনভাবে খেলার সুযোগ পাননি জার্মার স্ট্রাইকার। সব মিলে মাত্র চারটি ম্যাচই খেলার সুযোগ পেয়েছেন। প্রিমিয়ার লিগে একটিও ম্যাচ খেলাননি জোসে মরিনহো। ২২ ফেব্রুয়ারি ইউরোপা লিগে শেষ খেলেছেন তিনি। ২০১৫তে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পর্যন্ত পুরো ফুটবল জীবনটাই তাঁর কেটেছে বায়ার্ন মিউনিখে। ২০০২ থেকে ২০১৫ পর্যন্ত বাস্তিয়ানের দখলে রয়েছে আটটি বুন্দেশলিগা ও একটি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। আন্তর্জাতিক কেরিয়ার শেষ করেছেন ১২১ ম্যাচে ২৪টি গোল দিয়ে। ২০১৪র বিশ্বকাপে ছ’টি ম্যাচ খেলেছেন তিনি।

Bastian Schweinsteiger Manchester United Chicago Fire
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy