Advertisement
১১ মে ২০২৪
Bayern Munich

বার্সেলোনার কীর্তি স্পর্শ করল বায়ার্ন মিউনিখ

হান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখকে রোখা যাচ্ছে না।

ক্লাব বিশ্বকাপ জেতার পর বায়ার্নের উচ্ছ্বাস।

ক্লাব বিশ্বকাপ জেতার পর বায়ার্নের উচ্ছ্বাস। ছবি রয়টার্স

সংবাদ সংস্থা
দোহা শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২১ ১৭:৩১
Share: Save:

এক মরশুমে ছ’টি খেতাব। হান্সি ফ্লিকের বায়ার্ন মিউনিখকে রোখা যাচ্ছে না। ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব টাইগ্রেসকে ১-০ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে নিল তারা। এর আগে বুন্দেশলিগা, জার্মান কাপ, চ্যাম্পিয়ন্স লিগ, জার্মান সুপার কাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছে তারা।

কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে ১২ হাজার দর্শকের সামনে খেলেছে দুই দল। ম্যাচের ৫৯ মিনিটের মাথায় বায়ার্নের হয়ে একমাত্র গোল বঁজামা পাভার। তার আগেই রবার্ট লেয়নডস্কির হেড বাঁচিয়ে দেন নাহুয়েল গুজম্যান। এরপরেও দুটি শট পোস্টে লেগেছে বায়ার্নের।

এর সঙ্গেই বার্সেলোনার রেকর্ড স্পর্শ করল বায়ার্ন। ২০০৯ সালে পেপ গুয়ারদিওলা কোচ থাকাকালীন বার্সেলোনা এই কীর্তি তৈরি করেছিল। ২০২০ মরশুমে যে ক’টি প্রতিযোগিতায় খেলেছে বায়ার্ন, সবক’টিতেই তারা জিতেছে। ২০১৯-এর নভেম্বরে দায়িত্ব নেওয়ার পর এটি ফ্লিকের ষষ্ঠ ট্রফি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bayern Munich Thomas Muller Robert Lewandowski
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE