Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Sports News

ফিল্ডারদের জন্য জন্টি রোডসকে চায় বিসিবি

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের খেলা হতাশায় ডুবিয়েছে ক্রিকেট প্রেমীদের। হতাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সমস্যা কাটিয়ে উঠতে এবং ডাইভিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করতে এবার ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসকে নিয়োগ করার কথা চিন্তা-ভাবনা করছে বিসিবি।

জন্টি রোডস। ছবি: সংগৃহীত।

জন্টি রোডস। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০১৭ ১৬:৫৬
Share: Save:

সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের খেলা হতাশায় ডুবিয়েছে ক্রিকেট প্রেমীদের। হতাশা বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)। সমস্যা কাটিয়ে উঠতে এবং ডাইভিংয়ে ক্রিকেটারদের অভ্যস্ত করতে এবার ফিল্ডিং পরামর্শক হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার জন্টি রোডসকে নিয়োগ করার কথা চিন্তা-ভাবনা করছে বিসিবি।

মঙ্গলবার এক এই তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

তিনি বলেছেন, ‘‘বর্তমানে আমাদের ক্রিকেটাররা খুব দ্রুত আহত হচ্ছেন। ফিল্ডিং করতে গিয়ে প্রয়োজনীয় ডাইভ দিতে গিয়েই সব থেকে বেশি চোট-আঘাত হচ্ছে। তাই ফিল্ডিং কনসালটেন্ট হিসেবে আমরা জন্টি রোডসকে নিয়োগ করার চিন্তা ভাবনা করছি। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমরা চেষ্টা করছি। বিষয়টি এখনও আলোচনার মধ্যে রয়েছে।’’

জন্টি রোডসের দায়িত্ব সম্পর্কে সভাপতি বলেন, ‘‘রোডস এলে প্রতিদিন ১০টি করে ডাইভ দেওয়া শেখাবেন ফিল্ডারদের। কী ভাবে ডাইভ দিতে হয় সেটি আয়ত্ত করবে ক্রিকেটাররা।’’

আরও খবর: বিয়ে না মানলেও ঘনিষ্ঠতার কথা স্বীকার, জেল হেফাজতে বাংলাদেশের ক্রিকেটার

বাংলাদেশের ক্রিকেটারদের প্রশিক্ষণে রোডস এলে স্বল্পকালীন সময়ের জন্য বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিয়ে কাজ করবেন বলে জানান বিসিবি সভাপতি।

প্রসঙ্গত, নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ান ডে, টি২০ এবং দুই টেস্টে ২০টির উপর ক্যাচ হাতছাড়া করেছেন ফিল্ডাররা। দলের সেরা ফিল্ডারদের হাত থেকেও ফসকেছে একাধিক ক্যাচ। ফলে ম্যাচ জেতাও ফসকে গিয়েছে। বাজে ফিল্ডিংয়ের দৃষ্টান্ত তো ছিলই। তার চেয়েও বড় আশঙ্কার ব্যাপার হল, ফিল্ডিংয়ের সময় ডাইভ দিতে গিয়ে ইনজুরিতে কবলে পড়েছেন কেউ কেউ। বাউন্ডারি সীমানায় বল থামাতে গিয়ে চোট পান ইমরুল কায়েস।

৪৭ বছরের জন্টি রোডস মিডল অর্ডার ব্যাটসম্যান হলেও ফিল্ডার হিসেবেই কিংবদন্তির তকমা পেয়েছেন। সর্বকালের সেরা ফিল্ডার হিসেবে ধরা হয় তাঁকে। প্রোটিয়াদের হয়ে ৫২টি টেস্ট ও ২৪৫টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন জন্টি রোডস। উল্লেখ্য, ২০১৫ সালে জন্টি রোডস শ্রীলঙ্কা জাতীয় দলের ক্রিকেটারদের ১০ দিনের ফিল্ডিং ক্যাম্প করান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE